শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর)

২৬. নিগ্রোদের চেহারার বৈশিষ্ট্য-    

    i. কোঁকড়ানো কালো চুল

    ii. লাল লাল পুরু দুইখানা ঠোঁট

    iii. ব্রোঞ্জের মতো গায়ের রং

    নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii   

    গ. ii ও iii      ঘ. i, ii ও iii

২৭. কোথা থেকে মৃদুমন্দ ঠান্ডা বাতাস আসছিল?  

    ক. আরব সাগর       খ. ভারত মহাসাগর

    গ. ভূমধ্যসাগর       ঘ. নীলনদ

২৮. ‘সমস্ত ব্যাপারটা কেমন যেন ভুতুড়ে মনে হয়’ কোন ব্যাপারটা?

    ক. রাতের অন্ধকার

    খ. মরুভূমির অন্ধকার

    গ. রাতের আবহাওয়া        

    ঘ. মরুভূমির চন্দ্রলোক

    নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত কয়েক বছর আগে। নাইজেরিয়ার সব খেলোয়াড় কালো। তাদের চুলগুলো কোঁকড়ানো। দাঁতগুলো ঝিনুকের মতো সাদা। শুনেছি তারা   সবাই একই জাতের।

২৯. উদ্দীপকের নাইজেরিয়ার সঙ্গে ‘নীলনদ আর পিরামিডের দেশ’ ভ্রমণ কাহিনির মিল আছে-

    ক. সুদানবাসীর       খ. নিগ্রোদের

    গ. মিসরীয়দের       ঘ. ভারতীয়দের

৩০. সাদৃশ্যের কারণ-             

    i. জাতিতে    

ii. দৈহিক গঠনে

    iii. গায়ের বর্ণে

    নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii   

    গ. ii ও iii      ঘ. i, ii ও iii

 

উত্তর : ২৬.ক ২৭.গ ২৮.ঘ ২৯.খ ৩০.ঘ

সর্বশেষ খবর