সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা
বিষয় : বাংলা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

আবদুর রহিম, সহকারী শিক্ষক

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর)

৬.        নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি কর। (৫টি)   ১X৫=৫

            পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালনপালনও করেছিল কিন্তু সেই একদিন খাঁচার মুখ খোলা ফেলে, পাখিটি চলে গেল। সে আর ফিরে এলো না। কারণ সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।

            উত্তর : ক. পাখি কীসের আনন্দ চায়?

            খ. খোকা পাখিটিকে কীভাবে এনেছিল?

            গ. পাখিটি কীভাবে চলে গেল?

            ঘ. কে ফিরে এলো না? ঙ. পাখি কীসের স্বাদ চায়?

৭.         নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ ব্যবহার করে একটি করে বাক্য তৈরি কর :         ৫

            (ক) ন্ত, (খ) প্ত, (গ) ন্ধ, (ঘ) ল্প, (ঙ) ক্ষ, (চ) ত্ন, (ছ) ষ্ট।

            উত্তর : ক. ন্ত= ন+ত- বীরেরা দেশের শ্রেষ্ঠ সন্তান।

            খ. প্ত= প+ত- সাতদিনে এক সপ্তাহ।

            গ. ন্ধ= ন+ধ- গাছপালা আমাদের পরিবেশের বন্ধু।

            ঘ. ল্প= ল+প- আজ অল্প সময়ে কাজটি করা যেত।

            ঙ. ক্ষ= ক+ষ- আজকাল দক্ষ লোকের খুব অভাব।

            চ. ত্ন=ত+ন- ত্বকের যত্ন নেওয়া সবারই উচিত।

            ছ . ষ্ট= ষ+ট- বর্ষাকালে আমাদের দেশে বৃষ্টি হয়।

৮.         উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখ :  ৫

            ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন।

            উত্তর : ভাব তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালাবাসতে হবে। সবাই আমাদের আপনজন।

৯.         এক কথায় প্রকাশ কর : (৫টি)    ১X৫=৫

            ক. অল্প কথা বলে যে; খ. অর্থ নেই যার; গ. জলে চরে যে; ঘ. জানার ইচ্ছা; ঙ. চোখে দেখতে পায় না; চ. চাঁদের দেশ; ছ. মেধা আছে এমন যে জন।

            উত্তর : ক. স্বল্পভাষী; খ. নিরর্থ; গ. জলচর; ঘ. জিজ্ঞাসা; ঙ. অন্ধ; চ. চন্দ্রলোক

            ছ. মেধাবী।

১০.       নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ :  

১ী৫=৫

            ক. লোকসান; খ. চালাক; গ. বাতাস;

            ঘ. আকাশ; ঙ. রাত্রি; চ. জন্ম; ছ. সুন্দর।

            উত্তর : ক. লোকসান-ক্ষতি;

            খ. চালাক-চতুর; গ. বাতাস-বায়ু;

            ঘ. আকাশ-গগন; ঙ. রাত্রি-রাত;

            চ. জন্ম-সৃষ্টি; ছ. সুন্দর-মনোরম।

১১।      কবিতাটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :   ২+৪+৪=১০

            বর্গি এলো খাজনা নিতে,

                        মারল মানুষ কত।

            পুড়ল শহর, পুড়ল শ্যামল

                        গ্রাম যে শত শত।

            হানাদারের সঙ্গে জোরে

                        লড়ে মুক্তি সেনা

            তাদের কথা দেশের মানুষ

                        কখনো ভুলবেনা।

            ক. কবিতাংশটুকু কোন কবিতার অংশ এবং কবির নাম কী?

            উত্তর : কবিতাংশটুকু ‘রৌদ্র লেখে জয়’ কবিতার অংশ এবং কবির নাম শামসুর রাহমান।

            খ. তোমার এলাকার মুক্তিযোদ্ধাদের প্রতি তোমার তিনটি করণীয় লেখ।

            উত্তর : মুক্তিযোদ্ধাদের প্রতি তিনটি করণীয় হলো :

            ১. আমার এলাকার মুক্তিযোদ্ধাদের আমি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করব।

            ২. তাদের অবদানের কথা সারাজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।

            ৩. তারা যেন সমাজ, দেশ ও রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে পায় সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।

            গ. উপরের কবিতাংশটুকুর মূলভাব লেখ।

            উত্তর : পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা ছিল এদেশের প্রধান শত্রু। তারা এদেশে নির্যাতন চালিয়ে নরকে পরিণত করেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করে। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা কোনোদিন তাদের ভুলব না।

১২.       মনে কর, তুমি খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আলম/আয়শা। তোমার মাতার নাম হালিমা এবং পিতার নাম সাদেক। তোমার জন্ম ২৮ জানুয়ারি ২০১২। তুমি জাতীয় পুরস্কার প্রদান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার তোমার প্রযোজনীয় তথ্যগুলো দিয়ে নিচের ফরমটি পূরণ কর :       ৫

১৩. মনে কর, তুমি লাকী/এনামুল। তুমি করমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা নেই। তাই নলকূপ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।           ৫

১৪.       ২০০ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লেখ : ১X১০=১০

            ক. তোমার নিজ গ্রাম : (ভূমিকা, বর্ণনা, আকর্ষণীয় স্থান, গ্রামের মানুষের পেশা, উপসংহার।)

            খ. তোমার প্রিয় খেলা : (ভূমিকা, কেন প্রিয়, খেলার নিয়ম, উপকারিতা, উপসংহার।)

            গ. বিজয় দিবস : (ভূমিকা, দিবসটির ইতিহাস, দিবসটির তাৎপর্য আমাদের করণীয়, উপসংহার।)

            ঘ. তোমার পোষা প্রাণী : (ভূমিকা, বর্ণনা, স্বভাব, কেন প্রিয়, উপসংহার।)

সর্বশেষ খবর