শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন

একাদশ শ্রেণির জীববিজ্ঞান-প্রথমপত্র

সুনির্মল চন্দ্র বসু : প্রভাষক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. কোষের pH ও পানির সাম্যতা বিধান করে কোনটি?

ক. প্রোটোপ্লাজম              খ. কোষপ্রাচীর

গ. কোষগহবর ঘ. সাইটোপ্লাজাম

২. কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু?

ক. রাইবোজোম                খ. লাইসোজোম

গ. এনজাইম      ঘ. প্লাস্টিড

৩. কোনটি DNA বহনকারী অঙ্গাণু?

ক. গলগি বস্তু     খ. লাইসোজোম

গ. রাইবোজোম                 ঘ. মাইটোকন্ড্রিয়া

৪. Energy Currency   শব্দটি কোন কোষ অঙ্গাণুর সঙ্গে সম্পর্কিত?

ক. গলগি বস্তু     খ. মাইটোকন্ড্রিয়ন

গ. নিউক্লিয়াস   ঘ. রাইবোজোম

৫. ক্রেবস চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?

অথবা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়-

ক. সাইটোপ্লাজমে           খ. রাইবোজোমে

গ. ক্লোরোপ্লাস্টে               ঘ. মাইটোকন্ড্রিয়নে

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

৬. উদ্দীপকে ‘A’ চিহ্নিত অংশটির নাম-

ক. DNA            খ. ক্রিস্টি

গ. ম্যাট্রিক্স          ঘ. রাইবোজোম

৭. উদ্দীপকের অঙ্গাণুটি-

i. শক্তি উৎপাদন করে

ii. লাইসোজোম তৈরি করে

iii. কো-এনজাইম ধারণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i,ii ও iii

নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

৮. উদ্দীপকে ‘A’ তে কোনটি সংঘটিত হয়?

ক. N2 চক্র         খ. TCA চক্র

গ. C3 চক্র         ঘ. C4 চক্র

৯. চিত্র B তে-

i. শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়

ii. আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়

iii. সাইটোপ্লাজমীয় বংশগতিতে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১০ ও ১১নং প্রশ্নর উত্তর দাও :

 

১০. উদ্দীপকের ‘A’ অংশটির নাম কী?

ক. ভেসিকল      খ. স্টিারনি

গ. ভ্যাকিওল      ঘ. থালাকয়েড

১১. উদ্দীপকের ‘B’ চিহ্নিত অংশটি-

i. বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ

ii. কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত

iii. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১২. Stabilizer এবং Lobilizer নিম্নের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য?

ক. সেন্ট্রোজোম খ. লাইসোজোম

গ. রাইবোজোম ঘ. মাইটোকন্ড্রিয়া

১৩. কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি?

ক. ক্লোরোপ্লাস্টি খ. মাইটোকন্ড্রিয়া

গ. গলজিবডি ঘ. রাইবোজোম

১৪.

 

উপরোক্ত চিত্রের M এর স্থলে কোনটি যুক্ত হলে ATP তৈরি হয়?

ক. ZH3PO4  খ. 3H3PO4

গ. ZH2PO3   ঘ. 3H2PO3

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :

১৫. উদ্দীপকের ‘A’  চিত্রে হাইড্রোজেন বন্ড কতটি?

ক. ৪   খ. ৮    গ. ১০    ঘ. ১২

১৬. উদ্দীপকের ‘A’ চিত্র থেকে  m-RNA সৃষ্টি করতে ব্যবহৃত হয়-

i. RNA পলিমাজে

ii. DNA পলিমারেজ

iii. N2- ক্ষার AUGC

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :

১৭. উদ্দীপকের P থেকে Q তৈরি হয় কোন প্রক্রিয়ায়?

ক. ট্রান্সক্রিপশন              খ. ট্রান্সলেশন

গ. রেপ্লিকেশন ঘ. ট্রান্সডাকশন

১৮. উক্ত প্রক্রিয়ার ক্ষেত্রে-

i. নতুন সূত্রক র্৫-র্৩ মুখী হয়

ii. লিডিং সূত্রকে অনেকগুলো প্রাইমার লাগে

iii. ল্যাগিং সূত্রকে অনেকগুলো প্রাইমার লাগে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৯. ATC যদি DNA -এর অনুক্রম হয়, তাহলে উৎপন্ন mRNA -এর অনুক্রম হবে-

ক. TAG  খ. UAG গ. UUG ঘ. TAC

২০. দ্বিসূত্রক নিউক্লিক এসিডের নাট্রোজোনঘটিত ক্ষারকের ক্রম হলো-

ক. ATGC       খ. CAGT

গ. GACT        ঘ. TGAC

নিচের চিত্রের আলোকে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১. উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বর্তমান?

ক. রাইবুলোজ      খ. রাইবোজ

গ. গ্লুকোজ          ঘ. ডি-অক্সিরাইবোজ

২২. উদ্দীপকের জৈব অনুটি-

i. DNA - থেকে উৎপন্ন হয়

ii. জীবের বংশগত চরিত্র বহন করে

iii. প্রোটিন উৎপাদনের অংশগ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

উদ্দীপকটি দেখে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও :

২৩. ‘A’ প্রক্রিয়া এবং ‘B’ প্রক্রিয়া সংঘটিত হয় যথাক্রমে-

ক. রাইবোজোম ও নিউক্লিয়াসে

খ. নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ায়

গ. লাইসোজোম ও নিউক্লিয়াসে

ঘ. নিউক্লিয়াস ও রাইবোজোমে

২৪. উদ্দীপকের প্রক্রিয়াসমূহের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. ‘A’ প্রক্রিয়ায় প্রাইমারি তৈরি হয়

খ. ‘B’ প্রক্রিয়ার সঙ্গে +জঘঅ সংশ্লিষ্ট

গ. ‘A’ প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয়

ঘ. ‘B’ প্রক্রিয়ায় স্লাইসিং ঘটে

২৫. জেনেটিক কোডনের বৈশিষ্ট্য-

i. এটি ট্রিপলেট   ii. কোডন সর্বজনীন

iii. AUG হলো প্রারম্ভিক কোডন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

 

উত্তরমালা : ১. ঘ ২. গ ৩. ঘ খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ

সর্বশেষ খবর