মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুকুমার মন্ডল : সিনিয়র শিক্ষক

প্রশ্ন-১। জমিদার কাউসার আহম্মেদের মৃত্যুর পর তাঁর স্ত্রী সন্তানদের ওপর দায়িত্ব বণ্টন করে দেন। তিনি তাঁর নিজ পুত্র জসিমের ওপর রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব; অন্যদিকে সৎপুত্র শোভনের ওপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব ন্যস্ত করেন।

ক. স্বাধীন সুলতানি শাসন কত বছর ছিল?

খ. ‘ভাগ কর এবং শাসন কর নীতি’ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের ঘটনাটি কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কার।

ঘ. ‘উক্ত ঐতিহাসিক ঘটনার ফল ছিল সুদূরপ্রসারী’ বক্তব্যটি বিশ্লেষণ কর।

প্রশ্ন-২। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়ালিউল্লাহ একটি অনুষ্ঠানে ইউরোপীয়দের আগমনের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখেছিল। ১৬৪৮ সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তিচুক্তি হয়। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় বিভিন্ন জাতি নতুন উদ্যোগে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদের বেশির ভাগের লক্ষ্য ছিল ভারতবর্ষ। এভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেই সবচেয়ে বেশি ফায়দা উসুল করা সম্ভব।

ক. ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে?

খ. ভারতবর্ষে ইংরেজদের বাণিজ্য বিস্তারের কারণ কী?

গ. উদ্দীপকে উল্লিখিত চুক্তিটি কেন হয়েছিল? ব্যাখ্যা কর।

ঘ. ‘উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির ফলে বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয় ঘটে।’ মতামত দাও।

প্রশ্ন-৩। দৃশ্যপট-১ : ৭ই মার্চ বাংলার ঘরে ঘরে উৎসবের সাড়া পড়ে যায়। আকাশে-বাতাসে ধ্বনিত হতে থাকে একটি ধ্বনি ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

দৃশ্যপট-২ : দেশকে স্বাধীন করার লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল একটি সরকার গঠিত হয়। এই সরকার শপথগ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

ক. মুক্তিযুদ্ধে নৌপথে পরিচালিত অভিযানটি নাম কী?

খ. ৭ই মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. দৃশ্যপট-১-এর বিষয়টি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে কিরূপ প্রভাব ফেলেছিল। ব্যাখ্যা কর।

ঘ. দৃশ্যপট-২-এর সরকারের গৃহীত সব কার্যক্রম ছিল সময়োপযোগী, বিশ্লেষণ কর।

প্রশ্ন-৪। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে বারাসাত গ্রামের ফাহিম, রাকিবসহ আরো কয়েকজন যুবক প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। অন্যদিকে একই গ্রামের যুবক পলক মুক্তিযুদ্ধের সময় প্রত্যন্ত অঞ্চলের পথ চিনিয়ে চিনিয়ে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে।

ক. মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কত ভাগে বিভক্ত ছিল?

খ. যৌথ বাহিনী বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত ফাহিম ও রাকিবের মতো যুবকরা মুক্তিযুদ্ধের সময় কোন বাহিনীর অধীনে যুদ্ধ করেছিল? বর্ণনা দাও।

ঘ. ‘মুক্তিযুদ্ধের সময় পলকের মতো লোকেরা মুক্তিযুদ্ধে বিরোধিতা ও দেশবাসীর স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল’ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

প্রশ্ন-৫। নোমান সাহেব একজন সংস্কৃতিমনা ব্যক্তি। তিনি ‘বাঙালির সৃজনশীলতা ও অবদান’ শীর্ষক একটি বই পড়ছিলেন। লেখক বইটি তিনটি ভাগে ভাগ করেছেন। [চলবে]

সর্বশেষ খবর