সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এসএসসি পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

মো. আমিনুল ইসলাম : সিনিয়র শিক্ষক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.            কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?   

ক. ভাস্কো-ডা-গামা খ. ক্যাপ্টেন হকিন্স

                গ. স্যার টমাস রো   ঘ. জব চার্নক।                                                                                                                                                     

২.           নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছিলেন; কারণ- 

i. নবাবের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে

                ii. চুক্তি ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে

iii. নবাব ইংরেজদের সম্পদ দখল করতে আগ্রহ প্রকাশ করে                                                                                                                                           ক. i ও ii         খ. ii ও iii

গ. i ও iii        ঘ. i,ii ও iii                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ অনেক বছর আগের কথা। সিলেটের রহমান সাহেব ও তার তিন বন্ধু স্থানীয় জমিদারদের নিকট  সুপারিশপত্র নিয়ে দক্ষিণ আফ্রিকায় গমন করে বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সেখানকার কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন। তারা একটি নদীর তীরে অর্থের বিনিময়ে কয়েকটি গ্রাম ইজারা নিয়ে কুঠি স্থাপন করেন। স্থানীয় কর্তৃপক্ষ রহমান সাহেব ও তার গোষ্ঠীকে বিনা শুল্কে বাণিজ্য করারও অধিকার প্রদান করেন।

৩.           তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত কোন ইউরোপীয় জাতির বাণিজ্য কার্যক্রমের সাথে রহমান সাহেব ও তার বন্ধুদের গৃহীত ব্যবস্থার মিল রয়েছে? 

ক. পর্তুগিজ       খ. ওলন্দাজ 

গ. দিনেমার        ঘ. ইংরেজ                                                                                                                                                         

৪.           উক্ত জাতির কর্মকান্ডের মধ্যে ছিল-

 i. সম্রাট আকবরের দরবারে হাজির হওয়া

 ii. ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা

  iii. বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার লাভ  

ক. i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i,ii ও iii          

৫.           ১৭৮৬ সালে ভারতে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত করতে দায়িত্ব দেওয়া হয়- 

                i. রবার্ট ক্লাইভ রর. লর্ড কর্নওয়ালিস ররর. ওয়ারেন হেস্টিংস

                ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i,ii ও iii

৬.           বাংলায় ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়-  

ক. পলাশী যুদ্ধের পর

খ. বক্সারের যুদ্ধের পর  

  গ. পানি পথের প্রথম যুদ্ধের পর   

  ঘ. পানি পথের দ্বিতীয় যুদ্ধের পর

৭.           কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হওয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?           

                ক. একসালা বন্দোবস্ত

                খ. পাঁচসালা বন্দোবস্ত

                গ. আটসালা বন্দোবস্ত

                ঘ. দশসালা বন্দোবস্ত

৮.           কোন বণিক গোষ্ঠী ২য় বণিক গোষ্ঠী হিসেবে এ উপমহাদেশে আসে?

                ক. দিনেমার       খ. ইংরেজ

                গ. ডাচ  ঘ. ফরাসি

৯.           দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?

                ক. ১৬৭৬ খ্রিষ্টাব্দে 

                খ. ১৬৭৭ খ্রিষ্টাব্দে

                গ. ১৬৭৮ খ্রিষ্টাব্দে  

                ঘ. ১৬৭৯ খ্রিষ্টাব্দে

                নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

                মি. রোজারিও ভাগলপুর অঞ্চলে ব্যবসা করতে এসে জমিদারের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে উৎখাত করে। রোজারিও জমিদারের লাঠিয়াল বাহিনীর প্রধানকে ক্ষমতায় বসিয়ে আড়াল থেকে শাসনকার্য পরিচালনা করে। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সমস্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করে এবং এক বিশেষ শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।

১০.         মি. রোজারিওর কর্মকান্ডে ইতিহাসের কোন ব্যক্তির কর্মকান্ডের প্রতিফলন ঘটেছে?

                ক. লর্ড কার্জন  

                খ.  রর্বাট ক্লাইভ গ. মীর জাফর   

                ঘ. ওয়ারেন হেস্টিংস

১১.         উক্ত ব্যক্তির বিশেষ শাসন পদ্ধতির ফলে-

                i. কৃষি অর্থনীতি ভেঙে পড়ে 

                ii. ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় 

                iii. অনেক লোকের মৃত্যু ঘটে                                                                                                                                          

 ক. i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i,ii ও iii                                                                                                                                            

১২.         চিরস্থায়ী বন্দোবস্তের ফলে-   

                i. জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়

                ii. প্রজাদের স্বার্থ সুরক্ষিত হয়

                iii. প্রজাদের পুরনো স্বত্ব বিলুপ্ত হয়

 ক. i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i,ii ও iii          

১৩.        বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার কারণ-

                ক. মীর জাফরের পরাজয়

                খ. সিরাজউদৌলার পরাজয়

                গ. মীর কাশিমের পরাজয়

                ঘ. আলীবর্দী খানের মৃত্যু

১৪.         বিহারের শাসনকর্ত কে ছিলেন?

                ক. রাম নারায়ণ খ.  রবার্ট ক্লাইভ

                গ. মীর জাফর   ঘ. মীর কাশিম

১৫.        মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?

                ক. কৌশলে        খ. জোর করে

                গ. যুদ্ধ করে        ঘ. শর্তসাপেক্ষে

১৬.        একসালা বন্দোবস্ত উপকার হয়নি-

                i. সরকারের  ii. জমিদারদের 

                iii. প্রজাদের

                নিচের কোনটি সঠিক

                ক. i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i,ii ও iii          

১৭.         মীর কাশিম কখন সিংহাসনে বসেন?

                ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে  খ. ১৭৬১ খ্রিষ্টাব্দে

                গ. ১৭৬২ খ্রিষ্টাব্দে ঘ. ১৭৬৩খ্রিষ্টাব্দে

১৮.        নবাব সিরাজউদৌলার সেনাপতির নাম কী?

                ক. মীর জাফর   খ. মীর কাশিম

                গ. রাজবল্লভ      ঘ. মীর মদন

১৯.         সস্বাদ কৌমুদি পত্রিকার প্রকাশক-

                ক. রাজা রামমোহন রায়

                খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

                গ. শরৎ চন্দ্র        ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২০.        ইস্ট ইন্ডয়া কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র কোনটি?

                ক. ধর্মসাগর         খ. হুগলি 

                গ. কাশিমবাজার                ঘ. মালদহ

২১.         দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে?

                ক. লর্ড কর্নওয়ালিস

                খ. ওয়ারেন হেস্টিংস

                গ. রবার্ট ক্লাইভ

                ঘ. মাইকেল কলিন্স

২২.        পলাশীর যুদ্ধের অন্যতম ফলাফল হচ্ছে-

                i. নবাবের পরাজয়

                ii. কোম্পানির শাসন সূচনা 

                iii. কোম্পানির বাণিজ্য বৃদ্ধি

                নিচের কোনটি সঠিক?

                ক. i ও ii         খ. ii ও iii
গ. i ও iii        ঘ. i,ii ও iii          

২৩.        রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?

                ক. বিপুল দাস    খ. অর্জুন দাস

                গ. কৃষ্ণদাস        ঘ. মীর জাফর

২৪.        ওলন্দাজরা এ উপমহাদেশে আসে-

                ক. বাণিজ্য করতে 

                খ. কৃষিকাজ করতে 

                গ. যুদ্ধ করতে

                ঘ. লুটতরাজ করতে

২৫.        লর্ড ক্লাইভের সময় বাংলায় কতসালে দুর্ভিক্ষ হয়?

                ক. ১১৭০             খ. ১১৭৬

                গ. ১১৭৮              ঘ. ১১৮০

২৬.       পর্তুগিজরা এদেশে সাম্রাজ্য বিস্তার করে কীভাবে?

                ক. সমুদ্রপথ আবিস্কার করে

                খ. যুদ্ধবিগ্রহের মাধ্যমে

গ. ব্যবসা বাণিজ্যকে মূলধন করে

                ঘ. রাজনীতিতে অংশগ্রহণ করে

২৭.        ফরাসিারা সর্বপ্রথম কোথায় কুঠি স্থাপন করেন?

                ক. চন্দননগর    খ. কলকাতা

                গ. সুরাট               ঘ. মংলা

২৮.        লর্ড কর্নওয়ালিসের দশসালা বন্দোবস্তের যথার্থ কারণ কোনটি? 

                ক. রাজস্ব সমস্যার সমাধান

                খ. কৃষকদের জমি চাষে উৎসাহ দান

                গ. জমির উন্নয়ন সাধন

                ঘ. জমিদারদের জমির মালিকে পরিণত করা

২৯.        চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?

                ক. ১৭৯০             খ. ১৭৯১

                গ. ১৭৯২             ঘ. ১৭৯৩

৩০.        পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

                ক. ১৭৮২            খ. ১৭৮৪

                গ. ১৭৮৬            ঘ. ১৭৮৮

 

উত্তর : ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.খ ৬.ক ৭.খ ৮.গ ৯.ক ১০.খ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.ঘ ৩০.খ

সর্বশেষ খবর