শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা : সমাজবিজ্ঞান

মুহাম্মদ জিল্লুর রহমান : প্রভাষক

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন

 

১.            ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি কার?

                উত্তর : এমিল ডুর্খেইমের।

২.           ‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে’ উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?

                উত্তর : রবার্ট এস ম্যাকাইভার ও চার্লস এইচ পেজের।

৩.           কোন শব্দ থেকে  Sociology  শব্দের উৎপত্তি?

                উত্তর : Sociology  শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ‘Socious’ এবং গ্রিক শব্দ ‘Logos’ এর সমন্বয়ে।

৪.           The Origin of Species’ গ্রন্থটি কে লিখেছেন?

                উত্তর : ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন।

৫.           সমাজবিজ্ঞানের জনক কে?

                উত্তর : সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোঁত।

৬.           কে, কত সালে সর্বপ্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?

                উত্তর : অগাস্ট কোঁত ১৮৩৯ সালে সর্বপ্রথম ‘Sociolog’ শব্দটি ব্যবহার করেন।

৭.           ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা কে?

                উত্তর : অগাস্ট কোঁত।

৮.           সমাজবিজ্ঞান কী?

                উত্তর : যে বিজ্ঞান সমাজকে নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণা করে তাকে সমাজবিজ্ঞান বলে।

৯.           অর্থনীতির জনক কে?

                উত্তর : অ্যাডাম স্মিথ।

১০.         ‘Utopia’ গ্রন্থের রচিয়তা কে?

                উত্তর : টমার্স মোর।

১১.         ‘Politics’ গ্রন্থের রচয়িতা কে?

                উত্তর : অ্যারিস্টটল।

১২.         ইতিহাস কী?

                উত্তর : ইতিহাস হলো মানবসমাজ ও তার বিবর্তনের অতীত ঘটনার বিশ্লেষণ।

১৩.        পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কী?

                উত্তর : পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ Method.

১৪.         পদ্ধতি কী?

                উত্তর : পূর্ণাঙ্গ ও ব্যাপকভাবে কোনো কিছু সম্পন্ন করতে হলে যে পন্থার সাহায্য নিতে হয় তাই পদ্ধতি।

১৫. বিজ্ঞান কী?

                উত্তর : পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান।

১৬.        Meta ও Logos  শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ কী?

                উত্তর : Meta ও Logos শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ যথাক্রমে ‘with’ ও ‘way’।

১৭.         ঐতিহাসিক পদ্ধতি কী?

                উত্তর : ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাই হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। (চলবে)

সর্বশেষ খবর