সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

একাদশ ও দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান প্রথমপত্র

সুনির্মল চন্দ্র বসু, প্রভাষক

বহুনির্বাচনী প্রশ্ন

১. কোন ভাজক টিস্যু মূল বা কান্ডের পার্শ্ব বৃদ্ধি ঘটায়?

ক. প্রাইমারি     খ. সেকেন্ডারি

গ. শীর্ষস্থ       ঘ. ইন্টারক্যালারি

২. উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী?

ক. পার্শ্বীয়      খ. শীর্ষক

গ. ইন্টারক্যালারি ঘ. ভিত্তি

নিচের চিত্রটি দেখ এবং ৩ ও ৪ নং প্রশ্নর উত্তর দাও :

৩. চিত্রটি নিম্নের কোন কোন উদ্ভিদে দেখা যায়?

ক. কলা  খ. কচু  গ. আলু  ঘ. বেগুন

৪. চিত্রটি নিম্নের কোন কোন উদ্ভিদে দেখা যায়?

i. পানি নির্গমন ঘটে

ii. শীর্ষে রক্ষীকোষ থাকে

iii. নিচে পত্ররন্ধ্রীয় গহ্‌বর থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৫. গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটি?

ক. মূলরোম খ. মজ্জা গ. ত্বক ঘ. ফ্লোয়েম

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নর উত্তর দাও:

শ্রেণিশিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন যে, এটি কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর।

৬. উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি?

ক. হাইপোডার্মিস খ. কর্টেক্স

গ. এন্ডোডার্মিস ঘ. পেরিসাইকল

৭. এ স্তরের কোষগুলোতে প্রচুর স্টার্চের দানা থাকায়-

i. এ স্তরকে স্টার্চ সিথ বলে

ii. এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে

iii. ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

৮. উদ্দীপকের ‘A’ চিহ্নিত অংশটি-

ক. স্কে¬রেনকাইমা     খ. প্যারেনকাইমা

গ. অ্যারেনকাইমা ঘ. কোলেনকাইমা

৯. উদ্দীপকের চিহ্নিত ‘B’ অংশটি-

i. উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে

ii.  O2 ও CO2 ধরে রাখে

iii. উদ্ভিদকে ভাসতে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের নিচের চিত্র দেখ এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

১০. A চিত্রে ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

ক. অরীয়           খ. জাইলেমকেন্দ্রিক

গ. ফ্লোয়েমকেন্দ্রিক     ঘ. সংযুক্ত

১১. B চিত্রের বৈশিষ্ট্য হলো-

i. ক্যাম্বিয়াম বলয় থাকে

ii. সমান ব্যাসার্ধে জাইলেম ও ফ্লোয়েম থাকে

iii. জাইলেম ও ফ্লোয়েম সংযুক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :

১২. B চিহ্নিত অংশটির নাম-

ক. জাইলেম     খ. পেরিসাইকেল

গ. ক্যাম্বিয়াম    ঘ. ফ্লোয়েম

১৩. A চিহ্নিত অংশটির কাজ হলো-

i. খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করা

ii. পানি ও খনিজ লবণ সরবরাহ করা

iii. উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৪. লাউ উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল-

ক. অরীয়       খ. সমদ্বিপার্শ্বীয়

গ. হ্যাডোসেন্ট্রিক ঘ. লেপ্টোসেন্ট্রিক

নিচের চিত্র লক্ষ্য কর এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :

১৫. চিত্র ‘A’ কোন ধরনের ভাস্কুলার বান্ডল?

ক. মুক্ত সমপার্শ্বীয়     খ. বদ্ধ সমপার্শ্বীয়

গ. সমদ্বিপার্শ্বীয়       ঘ. কেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

১৭. সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে নিচের কোনটি বোঝায়?

ক. ক্যাম্বিয়াম → ফ্লোয়েম → জাইলেম → ফ্লোয়েম → ক্যাম্বিয়াম

খ. জাইলেম → ক্যাম্বিয়াম → ফ্লোয়েম → ক্যাম্বিয়াম → জাইলেম

গ. ফ্লোয়েম → ক্যাম্বিয়াম → জাইলেম → ক্যাম্বিয়াম → ফ্লোয়েম

ঘ. ফ্লোয়েম → জাইলেম → ক্যাম্বিয়াম

১৮. জাইলেমকেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়-

ক. টেরিডোফাইটায়

খ. ব্যক্তবীজী উদ্ভিদে

গ. একবীজপত্রী উদ্ভিদে

ঘ. দ্বিবীজপত্রী উদ্ভিদে

নিচের চিত্রটি লক্ষ্য কর ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

১৯. উদ্দীপকের চিত্রটিতে ‘A’ চিহ্নিত অংশটির নাম কী?

ক. মেটাজাইলেম খ. ফ্লোয়েম

গ. প্রোটোজাইলেম ঘ. মেডুলা

২০. চিত্রে ‘A’ অংশটির ক্ষেত্রে প্রযোজ্য-

i. পানি ও খনিজ লবণ পরিবহন করা

ii. প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা

iii. কোষীয় উপাদান ট্রাকিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

২১. একবীজপত্রী মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি?

ক. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত

খ. অধঃত্বকে স্কেলরেনকাইমা টিস্যু আছে

গ. জাইলেম V বা Y আকৃতি বিশিষ্ট

ঘ. ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির

২২. একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি?

ক. মূলত্বক কিউটিকলযুক্ত

খ. ভাস্কুলার বান্ডল সংযুক্ত

গ. অধঃত্বক অনুপস্থিত

ঘ. ভাস্কুলার বান্ডল এর সংখ্যা চার

২৩. মূলের ত্বককে কী বলে?

ক. এপিডার্মিস খ. এপিব্লেমা

গ. হাইপোডার্মিস ঘ.কর্টেক্স

২৪. জাইলেম V বা Y আকৃতি দেখা যায়-

ক. একবীজপত্রী কান্ডে

খ. দ্বিবীজপত্রী কান্ডে

গ. একবীজপত্রী মূলে

ঘ. দ্বিবীজপত্রী মূলে

২৫. একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ক্ষেত্রে প্রযোজ্য-

i. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত

ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত

iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. ক ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক

সর্বশেষ খবর