সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

মেহেরুন্নেসা খাতুন : সিনিয়র শিক্ষিকা

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. কোনটি অজৈব পদার্থ?

ক. ক্যালসিয়াম কার্বনেট

খ. স্পিরিট   গ. অ্যাসিটোন

ঘ. অ্যাসিটিক এসিড

২. পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর?

ক. ১০ বিলিয়ন

খ. সাড়ে পাঁচ বিলিয়ন

গ. সাড়ে চার বিলিয়ন

ঘ. এক বিলিয়ন

৩.পলিথিন তৈরি করা হয় কী থেকে?

ক. পেট্রোলিয়াম  খ. চুনাপাথর

গ. কয়লা    ঘ. প্রাকৃতিক গ্যাস

৪. নিচের কোনটি জৈব পদার্থ?

ক. পানি     খ. মিথেন  

গ. ক্লোরিন   ঘ. নাইট্রোজেন

৫. চাঁদ কত দিনে পৃথিবীকে একবার ঘুরে আসে?

ক. ২৭ দিন ৭ ঘণ্টা

খ. ২৮ দিন ৮ ঘণ্টা

গ. ২৭ দিন ৮ ঘণ্টা

ঘ. ২৬ দিন ৬ ঘণ্টা

৬. কেন্দ্রমন্ডলের ব্যাসার্ধ কত?

ক. প্রায় ৩২০০ কিলোমিটার 

খ. প্রায় ৩০০০ কিলোমিটার 

গ. প্রায় ৩৫০০ কিলোমিটার 

ঘ. প্রায় ৪০০০ কিলোমিটার

৭. পৃথিবী চাঁদ অপেক্ষা কত গুণ বড়?

ক. ৩০ খ. ৪০ গ. ৫০ ঘ. ৬০

৮. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?

ক. ১০ লাখ  খ. ১১ লাখ 

গ. ১৩ লাখ  ঘ. ১২ লাখ

৯. কোন গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে?

ক. অক্সিজেন  খ. ওজোন 

গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন

১০. ভূপৃষ্ঠ থেকে স্ট্রটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?

ক. ১০০ খ. ৮০ গ. ৫০ ঘ. ৪০

১১. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে কী বেরিয়ে আসে?

ক. ম্যাট্রিক্স   খ. প্লাজমা 

গ. লবণ      ঘ. ম্যাগমা

১২. কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন?

i. জৈব পদার্থ

ii. অজৈব পদার্থ

iii. জীবদেহ থেকে তৈরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩.  প্রথম শ্রেণির লিভার কোনটি?

ক. জাঁতি     খ. চিমটা  

গ. বোতল খোলার যন্ত্র

ঘ. কাঁচি

১৪. ঢেঁকি কোন শ্রেণির লিভার?

ক. ১ম   খ. ২য়

গ. ৩য়   ঘ. ২য় ও ৩য়

১৫. সাঁড়াশিতে কোনটি পরিবর্তন করা সম্ভব নয়?

ক. বল       খ. বলবাহু  

গ. ভারবাহু   ঘ. ভার

১৬. হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায়?

ক.  দৈর্ঘ্য বাড়িয়ে   

খ. দৈর্ঘ্য কমিয়ে   

গ. উচ্চতা বাড়িয়ে  

ঘ. উচ্চতা কমিয়ে

১৭. জ্যাক স্ক্রুর প্যাঁচানো অংশ কীসের মতো কাজ করে?

ক. লিভারের  খ. পাম্পের 

গ. কপিকলের

ঘ. হেলানো তলের

১৮. নিচের কোনটি চাকা-অক্ষদন্ডের মতো কাজ করে?

ক. মোটরগাড়ির হুইল

খ. জ্যাক স্ক্রু

গ. সাঁড়াশি 

ঘ. কপিকল

১৯. মানুষের হাত কী ধরনের যন্ত্র?

ক. সরল     খ. জটিল  

গ. হাতল    ঘ. জ্যাক স্ক্রু

২০. আমাদের ওজনের কত অংশ লবণ বিদ্যমান?

ক. ২% খ. ৩% গ. ১% ঘ. ০.৫%

২১.  ১ গ্রাম পানির তাপমাত্রা ১০  সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ-

ক. ০.৫ ক্যালরি

খ. ০.০৫ ক্যালরি  

গ. ১০ ক্যালরি ঘ. ১ ক্যালরি

২২. কোনটি নিম্ন ক্যালরিযুক্ত খাবার?

ক. ঘি         খ. সয়াবিন 

গ. টমেটো    ঘ. মধু

২৩. কোন ভিটামিন দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

ক. এ খ. ডি  গ. সি ঘ. কে

২৪. রক্তস্বল্পতা কোন ধরনের খনিজ লবণের অভাব থেকে দেখা  দেয়?

ক. ক্যালসিয়াম  খ. লৌহ   

গ. আয়োডিন    ঘ. পটাসিয়াম

২৫.  দাঁত ও হাড়ের পুষ্টি সাধনের জন্য প্রয়োজন-

ক. ভিটামিন ‘কে’  

খ. ভিটামিন ‘সি’   

গ. ভিটামিন ‘বি’   

ঘ. ভিটামিন ‘এ’

                [চলবে]

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর