বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আবদুর রহিম : শিক্ষক

তৃতীয় অধ্যায়

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

১. মৌর্য আমলে........ ‘পুন্ড্রনগর’ নামে পরিচিত ছিল।

উত্তর : মহাস্থানগড়।

২. ........ শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।

উত্তর : বগুড়া।

৩. মহাস্থানগড়ে রয়েছে চওড়া ........ প্রাচীন দুর্গ।

উত্তর : খাদবিশিষ্ট।

৪. আরও রয়েছে ৩.৩৫ মিটার লম্বা ...... । উত্তর : খোদাই পাথর।

৫. নরসিংদী জেলার........ সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।

উত্তর : উয়ারী-বটেশ্বর।

৬. উয়ারী-বটেশ্বর নামের দুইটি গ্রামে খ্রিস্টপূর্ব........  অব্দের মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া গেছে। উত্তর : ৪৫০।

৭. ........ খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয় পাহাড়পুর। উত্তর : ৭৮১-৮২১

৮. ........  রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

উত্তর : পাহাড়পুর।

৯. পাহাড়পুর.....  নামেও পরিচিত। উত্তর : সোমপুর মহাবিহার।

১০. এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে........  ভিক্ষুকক্ষ আছে।

উত্তর : ১৭৭টি।

১১. অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতীর নামানুসারে........  নামকরণ হয়।

উত্তর : ময়নামতী।

১২. ........  ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত।

উত্তর : সোনারগাঁ।

১৩. সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান........ রাজধানী ছিল।

উত্তর : সুলতানদের।

১৪. ........ সালে সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়।

উত্তর : ১৬১০।

১৫. উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে সোনারগাঁয়ে........ গড়ে ওঠে।

উত্তর : পানামনগর।

১৬. শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে সোনারগাঁয়ে........  প্রতিষ্ঠা করেন।

উত্তর : লোকশিল্প জাদুঘর।

১৭. ঢাকার দক্ষিণ-পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে........  সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।

উত্তর : ১৬৭৮।

১৮. লালবাগ কেল্লা দুর্গটি সম্পূর্ণ........ তৈরি।

উত্তর : ইটের।

১৯. লালবাগ কেল্লা বর্তমানে........ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উত্তর : জাদুঘর।

২০. ........ ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ।

উত্তর : আহসান মঞ্জিল।

২১. মোগল আমলে জামালপুর পরগনার জমিদার........  এই প্রাসাদটি নির্মাণ করেন।

উত্তর : শেখ এনায়েতউল্লাহ।

২২. ........ সালে ঘূর্ণিঝড়ে এবং........ সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

উত্তর : ১৮৮৮, ১৮৯৭।

২৩. ........ সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্ববাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়।

উত্তর : ১৯৮৫।

২৪. ........ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন।

উত্তর : আহসান মঞ্জিল।

২৫. ........ রয়েছে লম্বা বারান্দা, জলসাঘর, দরবার হল এবং রংমহল।

উত্তর : আহসান মঞ্জিলে।

২৬. খাজা আব্দুল গনি তাঁর পুত্র খাজা আহসানউল্লাহর নামানুসারে ভবনটির নামকরণ করেন........ ।

উত্তর : আহসান মঞ্জিল।

সর্বশেষ খবর