রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
চতুর্থ অধ্যায় : জীবনী শক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু : সহকারী অধ্যাপক

বহুনির্বাচনী প্রশ্ন

 

১. শক্তি উৎপাদন ব্যবহৃত হয় কোনটি?

ক. পানি        খ. কার্বন ডাই-অক্সাইড

গ. অক্সিজেন   ঘ. কার্বন মনোক্সাইড

২. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালারি শক্তি জমা থাকতে পারে?

ক. 7.1 খ. 7.2 গ. 7.3 ঘ. 7.4

৩. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি?

ক. জলজ            খ. স্থলজ              গ. মরুজ             ঘ. মেরুজ নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

৪. চিত্রের উল্লিখিত প্রক্রিয়াটির নাম কী?

ক. শ্বসন খ. ব্যাপন

গ. সালোকসংশ্লেষণ

ঘ. প্রস্বেদন

৫. উক্ত প্রক্রিয়ায় ঘটে-

i. H2o জারিত হয়

ii. CO2 বিজারিত হয়

iii. উপজাত দ্রব্য O2 ও H2O

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

নিচের বিক্রিয়াটি লক্ষ্য কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

৬. কোনটিকে উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ বলে?

ক. L খ. X গ. Pi ঘ. ক্লোরোফিল

৭. বিক্রিয়াটিতে-

i . ফটোফসফোরাইলেশন ঘটে

ii. X  উৎপাদনে জৈব ফসফেট লাগে

ররর.  হলো শক্তির মুদ্রা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

৮. কোনটিকে জৈবমুদ্রা বলা হয়?

ক. NAD খ. ADP গ. ATP ঘ. AMP

৯. ব্লাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন?

ক. ১৯০৫ খ. ১৯২৫ গ. ১৯৬৫ ঘ. ১৯৭৫

১০. পানিতে শতকরা কত ভাগ CO2 থাকে?

ক. ০.০০৩% খ. ০.০৩% গ. ০.৩% ঘ. ৩.০%

১১. C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি?

ক. ল্যাকটিক এসিড        

খ. পাইরুভিক এসিড

গ. ফসপোগ্লিসারিক এসিড  

ঘ. অক্সালো অ্যাসেটিক এসিড

১২. ৩- ফসফোগ্লিসারিক এসিডে কত সংখ্যক কার্বন থাকে?

ক. ২      খ. ৩       গ. ৪       ঘ. ৬

১৩. ৬ অণু কার্বন ডাই-অক্সাইড থেকে ১ অণু গ্লুকোজ তৈরিতে ক্যালভিন চক্র কতবার ঘুরবে?

ক. ২      খ. ৪       গ. ৬      ঘ. ৮

১৪. কোনটি C3 উদ্ভিদ?

ক, আখ খ. ভুট্টা গ. পাট ঘ. মুথা ঘাস

১৫. সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী যৌগ হিসেবে অক্সালো অ্যাসিটিক এসিড উৎপন্ন হয় কোন উদ্ভিদে?

ক. আম                খ. ধান   গ. ভুট্টা                 ঘ. কলা

১৬. নিচের কোনটিতে সালোকসংশ্লেষণের হার বেশি?

ক. মুথা ঘাস        খ. অ্যামারাঘাস

গ. দুর্বাঘাস          ঘ. কচুরিপানা

১৭. নিচের কোন তরঙ্গা দৈর্ঘ্যরে আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয়?

ক. ৩৬০হস        খ. ৪২০হস

গ. ৫৬০হস        ঘ. ৮৬০হস

১৮. কোন তরঙ্গ দৈর্ঘ্যরে আলোতে সালোকষংশ্লেষণ সবচেয়ে বেশি হয়?

ক. ৩০০হস        খ. ৪০০-৪৮০হস

গ. ৬৮০হস        ঘ. ৭০০-৭৮০হস

১৮. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়েছে?

ক. ১৭০ সে.        খ. ২৫০ সে.

গ. ৩০০ সে.        ঘ. ৫০০ সে.

২০. পাতার বয়স বাড়ার সঙ্গে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক কী?

ক. সংখ্যায় বেশি হলে   

খ. কম সংখ্যক হলে

গ. অপরিবর্তিত থাকবে  

ঘ. কার্যকারিতা কমে যাবে

নিচের ছকটি লক্ষ্য কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

২১. উদ্দীপকের কোন অংশের উপাদানগুলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে?

ক. P      খ. Q       গ. R     ঘ. S

২২. P এর খুব বেশি উপস্থিতি থাকলে কী হতে পারে?

i. এনজাইম-এর অভাব দেখা দেয়

ii. এনজাইম-এর আধিক্য দেখা দেয়

iii. সালোকসংশ্লেষণ হার হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

২৩. চিত্রের বিক্রিয়ায় পানি কোন বর্ণ ধারন করে?

ক. লাল খ. সাদা গ. হলুদ ঘ. কমলা

২৪. চিত্রের নির্গত গ্যাস পরিবেশ অধিক হলে-

i. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে

ii. পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে

iii. পরিবেশে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

২৫. শ্বসন প্রক্রিয়ায়-

i. ক্রেবস চক্রে ২৪টি ATP উৎপন্ন হয়

ii. গ্লাইকোলাইসিসে ৮টি ATP উৎপন্ন হয়

iii. এসিটাইল C0-A তে ৬টি ATP উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

 

উত্তরমালা : ১. গ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ঘ

সর্বশেষ খবর