রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

১. আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?

উ. ১ শতাংশ ২. খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি? উ. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ৩. বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? উ. প্রায় ২ কিলোমিটার ৪. রোহিঙ্গাদের জন্য ‘ভাসানচর প্রকল্প পরিচিত কী নামে? উ. ‘আশ্রায়ন প্রকল্প-৩ নামে। ৫. বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি? উ. ১৪৩টি। ৬. প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদন হয়েছে উ. হোয়াইট টি অপর নাম (সিলভার নিডল ২ হোয়াইট টি) ৭. ‘হোয়াইট টি’ এর উদ্ভাবক কে? উ. নাসির উদ্দিন খান ৮. বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম? উ. ১৩৫ তম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর