শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা

মেহেরুন্নেসা খাতুন : সিনিয়র শিক্ষিকা

অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা

১। ‘ফ্ব্রেুয়ারির একুশ তারিখ/দুপুর বেলার অক্ত

    বৃষ্টি নামে বৃষ্টি কোথায়/বরকতেরই রক্ত

    হাজার যুগের অভিশাপে/জ্বলবে এমন লাল যে,

    সেই লোহিতেই লাল হয়েছে/কৃষ্ণ চূড়ার ডাল যে।’

                উদ্দীপকটির মূলভাবের সঙ্গে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধে বর্ণিত সাদৃশ্যপূর্ণ বাক্যটি হলো-

    i. কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে

    ii. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়

    iii. বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii      খ. ii ও iii     গ. i ও iii     ঘ. i, ii ও iii

২।          ‘আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক’- এ প্রত্যাশার বিপরীত ভাব ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?

    ক. আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণদের ‘স্পিরিট’টাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহা শত্রুতাই সাধন করিতেছি নাকি?

    খ. আমাদের এই আশা-ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইল কিরূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন?

    গ. সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তরমত সাপুড়ে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না।

    ঘ. আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না।

৩।  ‘একুশের গান’ কবিতায় রজনীগন্ধা ফুলকে কবির কাছে মনে হয়-

    i. শহীদের রক্তে রাঙানো   

    ii. স্বর্গীয় নদীর ধারা  

    iii. অলকনন্দা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii       খ. ii ও iii   

                গ. i ও iii      ঘ. i, ii ও iii

৪।          ‘আজো জালিমের কারাগারে মরে বীর-ছেলে বীর-নারী’-এ চরণটিতে ‘বীর-ছেলে বীর-নারী’ বলতে কাদের বুঝিয়েছে?

    ক. পাকিস্তানি শাসকদের

    খ. ভাষা আন্দোলনের শহীদদের

    গ. একাত্তরের মুক্তিযোদ্ধাদের 

    ঘ. অন্যায়ের প্রতিবাদকারীদের

৫।          ‘রুপাই’ কবিতায় বর্ণনা করা হয়েছে-

                i. গ্রাম-বাংলার প্রকৃতি 

                ii. কৃষকের কর্মোদ্যোগ

                iii. গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ

    নিচের কোনটি সঠিক?

      ক. i ও ii       খ. ii ও iii   
                গ. i ও iii      ঘ. i, ii ও iii

৬।          ‘কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারী-’কবিতার এ চরণটি দ্বারা বুঝিয়েছে-

    i. ইতিহাসে পুরুষের অবদান সর্বদা স্বীকৃত হয়েছে     

  ii. পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী-পুরুষের অবদান সমান

  iii. কোনো কালেই এককভাবে পুরুষ কর্মক্ষেত্রে জয়ী হতে পারেনি

    নিচের কোনটি সঠিক?

    ক. i     খ. ii       গ. iii     ঘ. ii ও iii

৭।  ‘খুদার দয়ায় পেয়েছ নিজের জান,

                ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান-‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় প্রকাশ পেয়েছে-

                i. নিচু শ্রেণির মানুষের প্রতি ভালোবাসা

                ii. নিচু শ্রেণির মানুষের প্রতি অবজ্ঞা

                iii. বাবুরের মহত্ত্ব

    নিচের কোনটি সঠিক?

           ক. i     খ. ii       গ. iii     ঘ. ii ও iii

৮।          দৌলত খাঁ লোদি কে ছিলেন?

                ক. ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাট

                খ. পাঞ্জাবের শাসক       

                গ. মেবার রাজ্যের অধিপতি  

                ঘ. ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা

                উদ্দীপক : আফাজ সাহেব করিমকে এতিমখানা থেকে এনে নিজের সন্তানের মতোই লালন-পালন করেন। লেখাপড়া শেখান। নিজের সন্তানের মতোই তাকে স্নেহ করতেন। কিন্তু আফাজ সাহেব করিমের সত্যিকারের পিতা নয় বলে সে মনে মনে তাকে অপছন্দ করত।

৯।          উদ্দীপকের করিম ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

                ক. পরেশর ডাক্তার খ. নগেন     

                গ. পরেশ               ঘ. মামা

১০। সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে বাক্যে প্রতিফলিত হয়েছে তা হলো-

                i. মামার শোকে এ রকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না।

                ii. মামার এ রকম উদারতা সে কোনো দিন কল্পনাও করতে পারেনি।

                iii. পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে।

                নিচের কোনটি সঠিক?

                ক. i          খ. ii        

                গ. iii         ঘ. i ও ii

 

উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. খ ১০. ক

সর্বশেষ খবর