শিরোনাম
১১ আগস্ট, ২০১৮ ১৫:৩৯

সিসিক নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে সিআরটি

সিলেট ব্যুরো:

সিসিক নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে সিআরটি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্র পরিদর্শন করেছে পুলিশের বিশেষ দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। আজ দুুপুর পৌণে ২টার দিকে পুলিশের এই দলটির একটি ইউনিটকে হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। 

এসময় তারা কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন।  তারা সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথেও আলাপ করেন। এর কিছু সময় পর তারা কেন্দ্রটি ত্যাগ করেন।

এদিকে আজ সকাল ৮টা থেকে এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। ৩০ জুলাইয়ের নির্বাচনে অনিয়মের অভিযোগে ২৪নং ওয়ার্ডের গাজি বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

বিষয়টি বিবেচনায় রেখে আজকের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তাদের পরামর্শ অনুযায়ী আইনশৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি বিশেষায়িত পুলিশ দল সিআরটিকেও দায়িত্ব দেওয়া হয়।


বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর