বুধবার, ২০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কনকা ফ্রিজ ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ-সাশ্রয়ী

নিজস্ব প্রতিবেদক

কনকা ফ্রিজ ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ-সাশ্রয়ী

মোহম্মদ নূরুল আফসার, উপব্যবস্থাপনা পরিচালক, ইলেকট্রো মার্ট গ্রুপ

দেশে ফ্রিজ ব্র্যান্ড হিসেবে কনকা অন্যতম। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে কনকা ফ্রিজ গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে আছে। কনকা ফ্রিজের বিভিন্ন ফিচার নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ নূরুল আফসার। তিনি বলেন, কনকা ফ্রিজে রয়েছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। ফলে ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কনকা ফ্রিজে সবজি বক্স হিউমিডিটি কন্ট্রোলার নামক একটি টেকনোলজি আছে; যার কারণে সবজিগুলোকে সতেজ রাখার জন্য যতটুকু হিউমিডিটি দরকার ততটুকুই প্রবেশ করে। এ কারণে দীর্ঘদিন পর্যন্ত সবজিগুলো সতেজ থাকে। তিনি আরও বলেন, ব্লু জোন অ্যান্ড ভিটামিন ফ্রেশ টেকনোলজি ব্যবহার হয় কনকা ফ্রিজ উৎপাদনে। এ প্রযুক্তির কারণে ফলমূল ও সবজি জাতীয় খাবারগুলো বাগানের মতো সতেজ থাকে এবং ভিটামিন মিনারেল সব ঠিক রাখে। ব্লু জোন ভিটামিন ফ্রেশ টেকনোলজি ফ্রিজের ভিতরে ও ফলমূল এবং সবজি জাতীয় খাবারগুলোকে রাখবে ফ্রেশ ও ভিটামিন-সমৃদ্ধ। ফলমূল ও সবজির গুণও ঠিক রাখবে দীর্ঘদিন পর্যন্ত। এ ছাড়া রয়েছে অ্যাকটিভ কার্বন ডিয়োডোরাইজার প্রযুক্তি। তিনি বলেন, ‘আমরা সচরাচর একটি ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের খাবার স্টোরেজ করি। যেমন মাছ, মাংস, দুধ, ডিম, মাখন, রান্না করা খাবার এবং শিশুদের খাবার ইত্যাদি। একটি খাবারের স্বাদ-গন্ধ একেক ধরনের কিন্তু ফ্রিজে খাবার রাখার পরে খাবারের প্রকৃত স্বাদ-গন্ধ থাকে না। পাশাপাশি একটি খাবারের গন্ধ অন্য একটি খাবারে মিশে যায়। আর এটি হয় মূলত ব্যাকটেরিয়ার কারণে। কনকা ফ্রিজে এ অ্যাকটিভ কার্বন ডিয়োডোরাইজার টেকনোলজি থাকায় ব্যাকটেরিয়াগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেয়। ফলে দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে খাবারের স্বাদ-গন্ধ একই রকম থাকে এবং একটি খাবারের গন্ধ অন্য খাবারে মিশ্রিত হতে দেয় না।’ তিনি আরও বলেন, কনকা ফ্রিজে সবজি বক্স হিউমিডিটি কন্ট্রোলার নামক একটি টেকনোলজি আছে যার কারণে সবজিগুলোকে সতেজ রাখার জন্য যতটুকু হিউমিডিটি দরকার ততটুকুই প্রবেশ করে। ফলে দীর্ঘদিন পর্যন্ত সবজিগুলো সতেজ থাকে। কনকা ফ্রিজে রয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মানের অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাস্কেট যার কারণে দরজার সাইট দিয়ে কোনো বাতাস প্রবেশ করে না এবং বাইরে আসে না। এবং ফ্রিজের দরজা অ্যঅকুরেট চুম্বকের মতো লেগে থাকে। এতে কলিং কুলিং লস হয় না। কনকা ফ্রিজ ব্যবহার করে ভালো রাখুন খাবার, ভালো থাকুন আপনিও।

 

 

 

সর্বশেষ খবর