বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রয়াত তারেক মাসুদের ‘সুলতান’ আসছে

শোবিজ প্রতিবেদক

প্রয়াত তারেক মাসুদের ‘সুলতান’ আসছে

বাংলা চলচ্চিত্রের ফেরিওয়ালা তারেক মাসুদের ওপর নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘সুলতান’। নির্মাতা দিলশাদুল হক শিমুল জানিয়েছে, সুলতানকে নিয়ে তিনি ঘুরবেন সারা দেশ। ছড়িয়ে দেবেন তারেক মাসুদের চলচ্চিত্র ভাবনা এবং জীবন দর্শন। শিমুল আরও জানান, তারেক মাসুদের দর্শন, চলচ্চিত্র ভাবনা উঠে এসেছে এ প্রামাণ্যচিত্রে। শুধু তাই নয়, তারেক মাসুদ যেভাবে সিনেমার ফেরিওয়ালা করে বেড়াতেন ঠিক সেভাবেই তিনি ‘সুলতান’কে নিয়ে যাবেন দেশের অধিকাংশ জেলা শহরে। তারেক মাসুদ বলতেন, ‘রাজধানীতে শুরু হয় সবকিছু, রাজধানীতে শেষ হয়।’ আর তাই শিমুল সিদ্ধান্ত নিয়েছেন তার এ প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনী শুরু করবেন ফরিদপুর থেকে। জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম প্রদর্শনী উদ্বোধন করবেন ৯ অক্টোবর জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার এ প্রামাণ্যচিত্রের নাম সুলতান কেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা শিমুল বলেন, তারেক মাসুদ প্রথম চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে তৈরি করেছিলেন ‘আদম সুরত’। চলচ্চিত্র নির্মাণ করতে যে এলেম লাগে সেটা তিনি সুলতানের ওপর তথ্যচিত্র নির্মাণ করতে গিয়েই শিখেছেন। সুতরাং তারেক মাসুদ তো বাংলা সিনেমায় আমাদেরই সুলতান। এজন্যই তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে সুলতান। শিমুলের ‘সুলতান’ সিক্সথ সেন্সের ব্যানারে করা হয়েছে। তারেক মাসুদের সঙ্গে থেকে ২০০৯-২০১১ পর্যন্ত সময়ে এ প্রামাণ্যচিত্র তৈরির উদ্দেশ্যে তারেক মাসুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর