মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভাওয়াইয়া অঙ্গনের কার্যক্রম শুরু

শোবিজ প্রতিবেদক

শুরু হতে যাচ্ছে ভাওয়াইয়া গানের স্কুলের কার্যক্রম। ‘ভাওয়াইয়া অঙ্গন’ ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সংগীত ভাওয়াইয়ার চর্চা, গবেষণা, সংরক্ষণের জন্য ২০০৫ সাল থেকে নিবেদিতভাবে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি ঢাকা ও রংপুরে একযোগে কাজ করছে। ২০০৫ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে ভাওয়াইয়া অঙ্গন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলেও স্কুল পরিচালনার জায়গার অভাবে কার্যক্রমটি সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় ২০১০ সালে। দীর্ঘদিন পর রাজধানীবাসীর ভাওয়াইয়া শেখার ক্ষেত্র হিসেবে আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করতে যাচ্ছে ভাওয়াইয়া অঙ্গন।

ভাওয়াইয়াসম্রাট আব্বাসউদ্দীন আহমদের ১১৪ তম জন্মবার্ষিকীতে আজ সন্ধ্যা ৬টায় সোবহানবাগে সংগঠনটির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন মোস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে শুরু হবে ভাওয়াইয়া গানের আসর।

সর্বশেষ খবর