সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কানাডায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী

কানাডা প্রতিনিধি

কানাডায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী

কানাডায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল গবেষক শিক্ষাবিদ-লেখক ড. করুণাময় গোস্বামী প্রবাসে অবস্থানরত সবার প্রতি দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বেগবান করে তোলা এবং সেই লক্ষ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী কানাডা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এই আহ্বান জানান। ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে আয়োজিত এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উদীচীর শিল্পী ও কর্মীরা এই র‌্যালিতে  অংশ নেন। বেলুন উড়িয়ে ও ৪৭টি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা করা হয়। উদীচীর কর্মী সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি আনন্দঘন এই আয়োজনে অংশ নেন।

সর্বশেষ খবর