শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

শেষ দিনের চমক

শোবিজ প্রতিবেদক

শেষ দিনের চমক

আবিদা পারভীন

আজ শেষ হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। মেরিল নিবেদিত তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে গান করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও চীনের শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আজ উৎসবের শেষ দিনেও থাকছে নানা চমক।

আজ মঞ্চে থাকছে সাধনার নাচ, ইসলামউদ্দিন কিস্ সাকার, জলের গান, নিয়াভ নি কারা, পার্বতী বাউল, ইন্ডিয়ান ওশান, কাঙালিনী সুফিয়া ও আনুশেহ, দ্য মাঙ্গানিয়ারস ফ্রম হামিরা, আবিদা পারভীন। শিল্পীরা প্রস্তুত গান শোনানোর জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর