মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিজয়ের মাসে মমর গান

শোবিজ প্রতিবেদক

বিজয়ের মাসে মমর গান

আতিকা রহমান মমর বয়স মাত্র দশ বছর। সম্প্রতি মম একটি দেশাত্মবোধক গান গেয়েছে এবং সেই গানের মিউজিক ভিডিওতে নিজে মডেল হয়েছে। ফরিদ আহমেদের সুর ও সংগীত পরিচালনায় রবিউল ইসলাম জীবনের কথায় গানটি হচ্ছে ‘শোনো শোনো বাংলাদেশ শোনো’। মিউজিক ভিডিওতে মমর গানে মডেল হয়ে সহযোগিতা করেছেন নায়করাজ রাজ্জাক, সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন, ফুটবলার সালাহউদ্দিন, অভিনেতা মীর সাব্বির, অপূর্ব, দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিমসহ ৩ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি দেশের ১৩টি জেলার ঐতিহাসিক নিদর্শন ও মনোরম পরিবেশে মিউজিক ভিডিওটি ধারণ করা হয়েছে। মাত্র ছয় বছর বয়স থেকে মম বাংলাদেশ টেলিভিশনে গান গাইছে। গানের পাশাপাশি অভিনয় এবং বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। ন্যাচারাল মেহেদির বিজ্ঞাপনে মম প্রথম একক মডেল হিসেবে কাজ করে মাত্র সাত বছর বয়সে। দীপু হাজরার ‘রোজাদার’ নাটকে তার প্রথম অভিনয় করা। এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার অভিনীত ফজলুর রহমান পরিচালিত ধারাবাহিক ‘জীবনের অলিগলি’। মম অভিনীত একমাত্র চলচ্চিত্র বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর