সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রবীন্দ্রনাথের প্রেমের গানের দ্বিতীয় পর্ব

এবার অণিমার ‘প্রাণের মাঝে আয়’

শোবিজ প্রতিবেদক

এবার অণিমার ‘প্রাণের মাঝে আয়’

অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ

গত শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশান স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী অণিমা রায়’র একক অডিও অ্যালবাম ‘প্রাণের মাঝে আয়’র মোড়ক উম্মোচন ও শিল্পীর একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শিল্পীকে শুভেচ্ছা জানাতে বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক।

এ ছাড়াও শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক পুলিশের আইজি নূর মুহাম্মদ।

মূলত এই অ্যালবামটি শিল্পী অণিমা রায়ের ৬ষ্ঠ একক অ্যালবাম হলেও এটি রবীন্দ্রনাথের প্রেমের গানের দ্বিতীয় সিক্যুয়েল অ্যালবাম। এর আগে রবীন্দ্রনাথের প্রেমের গানের সংকলন হিসেবে প্রকাশ পায় ‘তোমারও বিরহে’। তারই ধারাবাহিকতায় এই অ্যালবামটির দ্বিতীয় পর্ব হিসেবে প্রকাশিত হলো লেজার ভিশনের ব্যানারে।

এবারের ‘প্রাণের মাঝে আয়’ অ্যালবামটিতে গান রয়েছে ১২টি। উলে­খযোগ্য গানগুলো হলো আমার প্রাণের মানু আছে, প্রাণ চায় চক্ষু না চায়, আমার প্রাণের মাঝে, যদি বারণ করো, আমি জেনে শুনে। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতা সংগীত পরিচালক প্রত্যু বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ খবর