রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অ্যাপসা আসরে ফারুকী

শোবিজ প্রতিবেদক

অ্যাপসা আসরে ফারুকী

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের [অ্যাপসা] নবম আসরে বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে বিচারকের আসনে প্রথমবার বসেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করা হয় অ্যাপসায়। আর আসরে প্রথমবারের মতো একমাত্র বাংলাদেশি হিসেবে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সম্মান অর্জন করলেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নবম বারের মতো আয়োজিত এই আসরে এবার সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে থাইল্যান্ডের ‘সেমেটারি অব স্পেলন্ডার’। ছবিটির পরিচালক অ্যাপিকাটপং বিরাসিথাকুলের হাতে ব্রিসবেনের সিটি হলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে থাইল্যান্ড, রাশিয়া ফেডারেশন, তুর্কি, চীন, ফিলিস্তিন, কোরিয়া, তাইওয়ান, জাপান ও অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন সিনেমা মূল প্রতিযোগিতায় অংশ নেয়। ‘অ্যাপসা’র মতো এমন সম্মানিত আন্তর্জাতিক সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও বিচারক ছিলেন চীনা শিক্ষাবিদ জ্যাং জিয়ামিন, রুশ লেখক-পরিচালক আলেক্সেই পোপোগ্রেবিস্ক, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি ও ইরানি অভিনেত্রী নিগার জাভাহেরিয়ান। তাদের প্রধান হিসেবে এবার দায়িত্ব পালন করেছেন বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা কিম ডং-হো।

ফারুকী জানান, এমন একটি আসরে অংশ নিয়ে তিনি আনন্দিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর