রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নতুন ছবিতে আসাদ

শোবিজ প্রতিবেদক

নতুন ছবিতে আসাদ

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন বরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। চলচ্চিত্রে অভিনয় করে এখন পর্যন্ত পেয়েছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন পর তিনি আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এ মুহূর্তে তিনি রয়েছেন বান্দরবানে। সেখানে শুটিং করছেন আঁকা রেজা গালিবের নির্দেশনায় ‘কালের পুতুল’ চলচ্চিত্রে। আসাদ জানান, ‘এ চলচ্চিত্রের গল্প দশজন মানুষের একটি স্থানে পৌঁছানোর। দশজনের একজন আমি। আমার চরিত্রের নাম রাকিব। খুব ভালো একটি কাজ হচ্ছে।’

‘কালের পুতুল’-এর গল্প লিখেছেন নাসিফুল ওয়ালী। আগামীকাল শুটিং শেষে রাইসুল ইসলাম আসাদের রাজধানীতে ফেরার কথা রয়েছে।

১৯৭৩ সালে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আসাদ বড় পর্দায় যাত্রা শুরু করেন।  এরপর ১৯৮০ সালে সালাহ উদ্দীন জাকীর ‘ঘুড্ডি’, ১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’, ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর