শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ফিরে চল মাটির টানে

শুরু হচ্ছে জুনিয়র কার্যক্রমের পঞ্চম মৌসুম

শোবিজ প্রতিবেদক

শুরু হচ্ছে জুনিয়র কার্যক্রমের পঞ্চম মৌসুম

‘ফিরে চল মাটির টানে’র পঞ্চম কার্যক্রম শুরু হচ্ছে

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘হূদয়ে মাটি ও মানুষ’ তুমুল জনপ্রিয় একটি অনুষ্ঠান। কৃষিপ্রধান বাংলাদেশে এ অনুষ্ঠান গাইড লাইন হিসেবেই কৃষকদের মধ্যে পরিচিত। ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের ধারাবাহিকতায়ই দীর্ঘদিন ধরে নির্মিত হচ্ছে ‘ফিরে চল মাটির টানে’ কার্যক্রম। তরুণদের মধ্যে কৃষিকাজ এবং কৃষকের সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরিই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। এবার শুরু হচ্ছে এই কার্যক্রমের পঞ্চম মৌসুম। এই মৌসুমে অংশগ্রহণ করেছে রাজধানী ঢাকার বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন [বিএসআই]-এর পঞ্চম শ্রেণির ২০ শিক্ষার্থী। তারা শীতের সকালে গ্রামীণ জীবন-সংস্কৃতি এবং শীতের পিঠার আমেজ আর কৃষকের ক্ষেতে আলু রোপণ করেছে মুন্সীগঞ্জ জেলা সদরের বাগেশ্বর গ্রামে। এ গ্রামের কৃষক মিলন মাতব্বরের ৫ শতাংশ জমিতে আলু রোপণ করেছে তারা।

অনুষ্ঠানটি প্রচার হবে আজ চ্যানেল আইতে রাত ৯টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পুনঃ প্রচার করা হবে আগামীকাল বেলা ১১টা ৩০ মিনিটে।

সর্বশেষ খবর