সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিজয় দিবসের আড্ডা

শোবিজ প্রতিবেদক

বিজয় দিবসের আড্ডা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময় তার গান উদ্বুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনাতে আসছেন টিভির পর্দায়। বিটিভির এ অনুষ্ঠানটির নাম ‘বিজয় নিশান উড়ছে ওই’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। অনুষ্ঠানে সুজেয় শ্যামের সঙ্গে আড্ডা দিতে উপস্থিত ছিলেন একঝাঁক তরুণ শিল্পী। তিনি শোনাবেন কালজয়ী গানগুলো কীভাবে তৈরি হলো, যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাছে গানগুলো কীভাবে পৌঁছাত। তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘পাশাপাশি তার সাতটি গানের কোরাস করবেন ক্লোজআপ ওয়ানের শিল্পীরা। এদের মধ্যে আছে পুতুল, পুলক, অপু, ইউসুফ। অনুষ্ঠানটি রেকর্ডিং হয়ে গেছে। বিজয় দিবসে প্রচারিত হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর