বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুক্তি পাচ্ছে ‘স্বর্গ থেকে নরক’

শোবিজ প্রতিবেদক

মুক্তি পাচ্ছে ‘স্বর্গ থেকে নরক’

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘স্বর্গ থেকে নরক’র নির্মাতা ও অভিনেত্রী

মাদকের ভয়াবহতা সম্বন্ধে জনসচেতনতার লক্ষ্যে ডা. অরূপ রতন চৌধুরী নির্মাণ করেছেন ভিন্নধর্মী চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। ২৫ ডিসেম্বর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। গত মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন তথ্যসচিব মরতুজা আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান ও মনোবিজ্ঞানী গোলাম রাব্বানী। পাশাপাশি চলচ্চিত্রকার আজিজুর রহমান, চিত্রনায়িকা নিপুণ ও খলনায়ক আহমেদ শরীফ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘মানস’ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক বাংলাদেশসহ বিশ্বের একটি অন্যতম সমস্যা। এটি মোকাবিলা করতে আমরা দেয়াল লিখন, পোস্টার, তথ্যচিত্রসহ নানাবিধ জনসচেতনতামূলক কাজে হাত দিয়েছি। এরই ধারাবাহিকতা রক্ষা করতে এ চলচ্চিত্রটি আমাদের সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে’।

‘স্বর্গ থেকে নরক’ সিনেমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহুদিন ধরে ড. অরূপ রতন চৌধুরীকে আমি চিনি। তার নামটি একটি আন্দোলনের নাম। তার তৈরি ছবি মানেই বিশেষ কিছু। এমন একটি ছবি সবার দেখা উচিত।’

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির বিস্তারিত তুলে ধরেন নির্মাতা ডা. অরূপ রতন চৌধুরী। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি শুধু সিনেমাহলেই নয়, সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে, গ্রামগঞ্জেও প্রদর্শনীর আয়োজন করা হবে। সামাজিক সচেতনতার কথা চিন্তা করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে’। তিনি আরও বলেন, ‘আজকের দিনটি বিশেষ একটি দিন। সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। বর্তমানে বিশ্বের অন্যতম অভিশাপ ড্রাগ। মানস আমার প্রতিষ্ঠান। এখান থেকে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। মাদকবিরোধী এ চলচ্চিত্রটি দেশের সবাই যেন দেখতে পারেন সে ব্যবস্থা সরকার করবে বলে আশা করছি। এ ছবিতে যুবসমাজের কাছে মাদকের কুফল নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে। ছবিটি সবাই দেখলে আমি খুশি।’

চলচ্চিত্রকার আজিজুর রহমান বলেন, ‘অরূপ রতনের সঙ্গে আমার সম্পর্ক প্রায় পঞ্চাশ বছরের। আমার বিভিন্ন সিনেমায় তিনি অভিনয়ও করেছেন। চলচ্চিত্র নিয়ে নানারকম অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছেন। সে বিবেচনায় বলব, দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাপিত জীবনের অন্যান্য অভিজ্ঞতার মতো এখানেও সফল হবেন তিনি।’

‘স্বর্গ থেকে নরক’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুণ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী নিপুণ। তিনি ছবিটি নিয়ে বেশ আশাবাদী।

সর্বশেষ খবর