মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেরদৌস-নিপুণের ‘স্বর্গ থেকে নরক’

শোবিজ প্রতিবেদক

ফেরদৌস-নিপুণের ‘স্বর্গ থেকে নরক’

ফেরদৌস-নিপুণ অভিনীত ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি এখন দর্শকের সামনে আত্মপ্রকাশে পুরোপুরি প্রস্তুত। আসছে ২৫ ডিসেম্বর বড় পর্দায় উঠছে ছবিটি। মাদক দ্রব্য বিরোধী সমাজ সচেতনতামূলক বক্তব্য প্রধান এ ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী। বক্তব্যের পাশাপাশি সুস্থ বিনোদনের সব উপকরণ আছে এ ছবিতে। ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, চলচ্চিত্র হচ্ছে একটি বৃহত্ ও প্রধান গণমাধ্যম। তাই এই মাধ্যমটির সাহায্যে যে কোনো বক্তব্য সহজে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আমার বিশ্বাস ছবিটি দেখে দেশের মানুষ মাদকবিরোধী দেশ ও সমাজ বিনির্মাণে উত্সাহিত হবে ও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমার মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ এর মাধ্যমে দীর্ঘ ২৬ বছর ধরে মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার এই সংগঠনটির মাধ্যমে এই অন্দোলনকে আরও শক্তিশালী করতে চলচ্চিত্রকে বেছে নিয়েছি। তাই দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন এবং মাদকের ভয়াবহতা প্রতিরোধ করুন।

ফেরদৌস বলেন, আমার অভিনয় জীবনের অন্যতম সেরা ছবি এটি। এতে শুধু বিনোদন নয়, দেশ ও সমাজ বিধ্বংসকারী মাদকের ভয়াবহ রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এ ধরনের ছবি নির্মাণ প্রত্যেক রাষ্ট্রের জন্য জরুরি। নিপুণ বলেন, ছবির গল্প শুনে এত অভিনয়ে এক কথায় আমি রাজি হয়ে গেছি। চমত্কার গল্পের ছবি এটি। কাজ করে খুবই ভালো লেগেছে।

সর্বশেষ খবর