Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:২৮

নিজেকে দেখুন

শোবিজ প্রতিবেদক

নিজেকে দেখুন
‘নিজেকে দেখুন’ টেলিফিল্মের দৃশ্যে ইরফান সাজ্জাদ ও ঊর্মিলা

আসছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবস উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। এই উৎসবের অন্যতম সংযোগ বিশেষ নাটক-টেলিফিল্ম। সবগুলো টিভি চ্যানেলেই নাটক প্রচার করবে। আর এ লক্ষ্যে বর্তমানে চলছে নাটক নির্মাণ। সেই ধারাবাহিকতায় আলী ফিদা একরাম তোজো নির্মাণ করেছেন টেলিফিল্ম। শিরোনাম ‘নিজেকে দেখুন’। এটি এনটিভির জন্য নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন কায়েস চৌধুরী, ইরফান সাজ্জাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, অর্চিতা স্পর্শিয়া, পিদিম প্রমুখ। গল্পে দেখা যাবে— আরফান ও শায়লা দম্পতি বিয়ের পর যাদের স্বপ্ন ছিল জাপান-অস্ট্রেলিয়ার মতো কোনো দেশে সেটেল করা। কপালের ফেরে তাদের সেটেল করতে হয় উপজেলা শহরে। ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। সমস্যার শুরু হয়, যখন মাঝে মধ্যেই শায়লা হঠাৎ উধাও হওয়া শুরু করে। তার ফোন বন্ধ থাকে। তিন দিন পর ফিরে আসে। কিছুদিন পর আবার উধাও। আবার ফিরে আসে। চমৎকার অপহরণ কাহিনী হতে পারত এটি। কিন্তু এ এক অবর্ণনীয় এবং শুধুই উপলব্ধিযোগ্য ভালোবাসার গল্প।


আপনার মন্তব্য