মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এফডিসির কর্মচারী কলাকুশলীর ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

২৮ বছরেও চাকরি স্থায়ী হয়নি এফডিসির ২৮ কর্মচারী-কলাকুশলীর। এ বিষয়ে এফডিসি  আদালতের রায় মানছে না বলে অভিযোগ উঠেছে।

১৯৮৮ সাল থেকে এফডিসিতে  দৈনিক ভিত্তিতে মাস্টার রোলে কাজ করছে ২৮ কর্মচারী-কলাকুশলী। এফডিসি বিভিন্ন সময় বিজ্ঞাপন দিয়ে নতুন লোক নিলেও উল্লিখিতদের স্থায়ী করছে না বলে জানায় চলচ্চিত্রকলাকুশলী ও কর্মচারী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।

এই অবস্থায় ২০০৯ সালে ২৮ জনের চাকরি স্থায়ীকরণের জন্য হাইকোর্টে রিট করে নুর মোহাম্মদ। এতে আবেদনের পক্ষে রায় পান তিনি। এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালে এফডিসি লিভ টু আপিল দায়ের করলে আদালত তা খারিজ করে। পুনরায় এফডিসি ২০১৩ সালে সুপ্রিমকোর্টে রিভিউ মামলা করলে তাও খারিজ হয়। এরপর এফডিসির প্যানেলভুক্ত আইনজীবী দীপংকর দেবনাথ চাকরি স্থায়ীকরণের বাধ্যবাধকতার কথা জানায়। এতেও এফডিসি নিশ্চুপ থাকলে নুর মোহাম্মদ গত ১০ মার্চ এফডিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আদালত অবমাননার মামলা করে। কোর্ট অভিযুক্তদের দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বললেও তারা নিশ্চুপ রয়েছে। অভিযুক্তদের মধ্যে এফডিসির অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা লক্ষণ চন্দ্র দেবনাথ বলেন, আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আগামী বোর্ড মিটিংয়ে তা উত্থাপন করা হবে।

সর্বশেষ খবর