শিরোনাম
মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

১০ বছর পর আর্টসেল

শোবিজ প্রতিবেদক

১০ বছর পর আর্টসেল

আর্টসেল ভক্তরা মাঝে ধরে নিয়েছিল, তুমুল জনপ্রিয়তা শেষে আর্টসেল কি নীরবেই ভেঙে গেল। নাকি বিলুপ্ত! কিন্তু গত বছর তারা জানান দেয় আর্টসেলের সদস্যরা গ্রামীণফোন ও জি-সিরিজের সঙ্গে অ্যালবামের চুক্তি করে শ্রোতাদের মনে স্বস্তি এনে দিয়েছিল। কথা ছিল, সে বছরই অ্যালবাম প্রকাশ করবেন। তা আর হয়ে ওঠেনি। তবে ব্যান্ডটির সূত্র জানিয়েছে, আসছে তাদের নতুন গানের ভিডিও। আর ‘অবিমৃষ্যতা’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশ পাচ্ছে আজ।

ব্যান্ডের অন্যতম সদস্য এরশাদ বলেন, ‘আমাদের সর্বশেষ অ্যালবাম ‘অনিকেত প্রান্তর’ ২০০৬ সালে প্রকাশ হয়েছিল। সেটি দ্বিতীয় অ্যালবাম। সর্বশেষ এ অ্যালবামের একটি গান ভিডিও আকারে প্রকাশ করি। আমাদের প্রথম অ্যালবাম থেকেও একটি গানের ভিডিও প্রকাশ করেছি। তবে এবার নতুন অ্যালবাম প্রকাশের আগেই একটি গান ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। আর অ্যালবামটি আসবে আরও পরে।’ এরশাদের তথ্য মতে, মাঝে কয়েকটি গানের কাজ করলেও প্রায় ১০ বছর নতুন গানের ভিডিও প্রকাশ হয়নি তাদের। নতুন গানটি লিখেছেন ইশতিয়াক ইসলাম খান। আর গানটির ভিডিও পরিচালনা করেছেন মারিফ। গানটি প্রকাশ হচ্ছে জিপি মিউজিক থেকে।

সর্বশেষ খবর