শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

মিলি-রিয়াজের ‘তুষার কন্যা’

শোবিজ প্রতিবেদক

মিলি-রিয়াজের ‘তুষার কন্যা’

নাবিলাহ্ ধনাঢ্য শিল্পপতির একমাত্র সন্তান। জন্ম এ দেশে হলেও সেই ছোট্টবেলায়  তুষারপাত দেখতে গিয়ে সে কানাডায় পড়াশোনা করার ইচ্ছা পোষণ করে। কন্যা অন্তপ্রাণ বাবা কন্যার আবদার রক্ষা করেন। তুষার দেশে বেড়ে ওঠা মেয়েটি দীর্ঘদিন পর গ্রীষ্মের ছুটিতে দেশে আসে। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য  আর মানুষগুলোর  সরলতা তার কাছে উন্মোচিত করে অন্য এক জীবন দর্শনের। একপর্যায়ে পরিচয় হয় গ্রামের সহজ-সরল এক প্রেমিক-প্রেমিকা জুটির সঙ্গে। এ নিয়েই বড় বাজেটের টেলিফিল্ম ‘তুষার কন্যার’ শুরু। মো. তাবারক হোসেন ভূঁঞা এর কাহিনী, সংলাপ ও প্রযোজনায় টেলিফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস ও চন্দন চৌধুরী। টেলিফিল্মটি ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে প্রচারিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর