Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১২ জুন, ২০১৬ ২১:৪৩

শখের বিরুদ্ধে অভিযোগ

শোবিজ প্রতিবেদক

শখের বিরুদ্ধে অভিযোগ

মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রায়ই পাওয়া যায়। তবে এবার ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছেন তরুণ নাট্যনির্মাতা তপু খান। তিনি বলেন, ‘আমি প্রায় এক মাস আগে অভিনেত্রী শখের শিডিউল নিয়েছি এবং শুটিংয়ের ১০ দিন আগেই তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছি। কিন্তু তিনি শুটিংয়ের আগের দিন রাতে শুটিং করতে পারবেন না বলে জানান। বাধ্য হয়ে আমাকে শুটিং প্যাক-আপ করতে হয়েছে। তাই একজন নির্মাতা হিসেবে আমি অসহায়বোধ করছি।’

গতকাল সংবাদ সম্মেলন করে তপু সবাইকে বিষয়টি জানান। তার পাশে এসে দাঁড়িয়েছেন ডিরেক্টর গিল্ডের অনেক নির্মাতা। সবাই এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

এর আগে তপু বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে অনেক নির্মাতা তপুর পক্ষে আছেন বলে জানান। নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘খুবই অপেশাদার-বিবেকহীন আচরণ অভিনেত্রীর। ভবিষ্যতে নাটকে নেওয়ার আগে দশবার ভাবা উচিত সবার।’ নির্মাতা ইমরাউল রাফাত স্ট্যাটাস দেন। সেখানে লিখেন, ‘শিল্পীরা আমাদের কাজের অলঙ্কার। কিন্তু ইদানীং গলার ফাঁস হয়ে যাচ্ছেন। শখকে নেওয়ার শখ উঠে গেছে।’

এমন আরও অনেক নির্মাতা শখের অপেশাদারী এবং খামখেয়ালি আচরণে অবাক। তাই সবাই তাকে শৃঙ্খলার মধ্যে আসার আহ্বান জানিয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে শখকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।


আপনার মন্তব্য