ঈদের ছবি মানেই নতুনত্বে ভরা গল্প, গান, নির্মাণ আর অভিনয়। এই প্রত্যাশা দর্শকের। ঢালিউডের শুরু থেকেই দর্শকের পছন্দকে গুরুত্ব দিয়ে ঈদের জন্য বিশেষ ছবি নির্মাণ করা হতো। ধীরে ধীরে এই অবস্থা হারিয়ে যাচ্ছে। তাই দর্শকের হাপিত্যেশও বাড়ছে। এ অবস্থার উন্নয়নে করণীয় কী। তাই জানালেন কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাদের মতামত তুলে ধরেছেন— আলাউদ্দীন মাজিদ গাজী মাজহারুল আনোয়ার…