মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

কাকলীর অ্যালবাম ‘জলপ্রহরে’

শোবিজ প্রতিবেদক

কাকলীর অ্যালবাম ‘জলপ্রহরে’

দিলশাদ নাহার কাকলীর প্রথম একক অ্যালবাম প্রকাশ হলো। সময়ের গুণী কোনো সংগীত পরিচালকের সংগীতায়োজনে নিজের মনের মতো ছয়টি মেলোডিয়াস গান দিয়ে প্রথম অ্যালবাম সাজানোর দিন গুনছিলেন তিনি। অবশেষে তার স্বপ্নপূরণ হলো; প্রকাশনা সংস্থা সংগীতার ব্যানারে প্রকাশিত হলো কাকলীর প্রথম একক অ্যালবাম ‘জলপ্রহরে’, যাতে সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। মঙ্গলবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ [বিজিবি]-এর সদর দফতরে ‘জলপ্রহরে’ অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়েছে।

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন সংগীত পরিচালক আলম খান, শেখ সাদী খান, নজরুলসংগীতশিল্পী এম এ মান্নান ও শাহীন সামাদ, ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার, আগুন, আঁখি আলমগীর, আলম আরা মিনু। অনুষ্ঠানের ফাঁকে কাকলী জানালেন তার গানের জগতে আসার গল্প।

শেখ সাদী খান বলেন, ‘আমরা কাকলীকে যদি আরও আগে পেতাম! কাকলীকে গানের জগতে স্বাগত।’

আলম খান বলেন, ‘সংগীত জগতে আরও একজন নতুন শিল্পীর আবির্ভাব হলো। আমি চাই, কাকলী একদিন এ দেশের শীর্ষস্থানীয় শিল্পী হবে।’

‘জলপ্রহরে’ নামকরণে ‘ভীষণ মুগ্ধ’ হয়েছেন ফেরদৌস ওয়াহিদ।

‘কাকলীর জন্ম হয়েছে এক সংগীতপ্রেমী পরিবারে। কাকলীর নাম একদিন সারা বাংলাদেশের মানুষের মুখে ছড়িয়ে পড়বে।’

সর্বশেষ খবর