মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

এক নাটকে ছয় রূপে!

শোবিজ ডেস্ক

অভিনেতা আজাদ আবুল কালাম একসঙ্গে ছয় রূপে অভিনয় করলেন। কখনো তিনি গ্রামের আড়তদার, কখনো চেয়ারম্যান, মাতুব্বর, নেতা, আবার কখনো নারী পাচারকারী। প্রতিটি চরিত্রই সমাজে বিরাজমান মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা মন্দ মানুষের। সব চরিত্রই আবার কাল্পনিক। একজন লেখক তার লেখা চরিত্রগুলো নিজের মধ্যে কল্পনা করেন। ‘নিশিপুত্র’ নামের নাটকে ছয়টি চরিত্রে দেখা যাবে তাকে।

‘নিশিপুত্র’ নাটকে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং মৌটুসী বিশ্বাস। গ্রামের নিম্নবর্গের অসহায় মানুষ শতাব্দী। ষড়যন্ত্রের শিকার হয়ে চোরের অপবাদ মাথায় নিয়ে একপর্যায়ে নিজেই চোর হয়ে ওঠেন তিনি। চোরের বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী। এই গল্পের মধ্যে আজাদ আবুল কালাম ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন। মোহাম্মদ ইকবাল হোসেনের গল্প অবলম্বনে ‘নিশিপুত্র’  সম্প্রতি নারায়ণগঞ্জে এর চিত্রায়ণ  হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর