বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

এক গানে তিন কিংবদন্তি কণ্ঠশিল্পী

শোবিজ প্রতিবেদক

এক গানে তিন কিংবদন্তি কণ্ঠশিল্পী

বাংলা গানের তিন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। এবার এই গুণী শিল্পীদের কণ্ঠ শোনা যাবে এক গানে। তবে কোনো অ্যালবামে নয়, গানটি থাকছে ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ চলচ্চিত্রে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ-জাহিদ। সম্প্রতি রাজধানীর শ্রুতি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘ভালোবাসা দিয়েছি তাই/ এই মন তোমাকেই চাই/ জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায়/ সুখের ঘরে দুঃখের আগুন মিটি মিটি জ্বলে/ সুখ বুঝি সয়না আমার এ কপালে’ কথার গানটি লিখেছেন নির্মাতা জাবেদ মিন্টু। সুর-সংগীত করেছেন কাজী জামাল। সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেকটা সময় পর আবারও একসঙ্গে গান গাইলাম। এ ব্যস্ত সময়ে কোনো কাজ ছাড়া তাদের সঙ্গে দেখাও হয় না। ভালো লেগেছে একসঙ্গে আবার গাইতে পেরে।’

এন্ড্রু  কিশোর বলেন, ‘এটি একটি বিরহের গান। কিছু দিন আগে আমরা এর রেকর্ডিং করেছি। এ ছবির আরও কিছু গানে আমার কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। এ গানের মধ্য দিয়ে অনেক দিন পর রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা হয়েছে। অনেক ভালো লেগেছে অনেক দিন পর একসঙ্গে কাজ করতে পেরে। রুনা লায়লা বলেন, ‘অনেক সুন্দর একটি গান ছিল এটি। এছাড়া অনেক দিন পর একসঙ্গে গান গাইতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ও ভালো লাগবে’। নির্মাতা জাবেদ মিন্টু জানান, এ গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা ছবির কাজ শুরু করেছি। সিনেমার গল্প রোমান্টিক অ্যাকশন ধাঁচের। ঈদের পরই ছবির শুটিং শুরু করব। তবে অভিনয় শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। কিছু দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হবে। ছবিতে গান থাকবে সর্বমোট পাঁচটি। ইতিমধ্যেই চারটি গানের রেকর্ডিং শেষ। এগুলোতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, বেলাল খান প্রমুখ।

 

সর্বশেষ খবর