বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গুলশান ট্র্যাজেডি নিয়ে কবিতা লিখলেন হাডসন

শোবিজ ডেস্ক

গুলশান ট্র্যাজেডি নিয়ে কবিতা লিখলেন হাডসন

বাংলাদেশের গুলশান ট্র্যাজেডি সারা বিশ্বকেই নাড়া দিয়েছে। সবাই এই জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন। কিন্তু হলিউড অভিনেত্রী কেট হাডসন একটু অন্যরকমভাবে প্রতিবাদ করলেন। তিনি হামলার নিন্দা জানিয়ে একটি কবিতাই লিখে ফেলেছেন। এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশাও তার। নিজের ইনস্টাগ্রামে কবিতাটি শেয়ার করেছেন ‘অলমোস্ট ফেমাস’ তারকা হাডসন।

হাডসন শুধু গুলশান হামলা প্রসঙ্গেই কবিতা লেখেননি, এতে তিনি স্টার্লিং, ক্যাস্টিল, অরল্যান্ডোর নাইটক্লাবে হত্যাকাণ্ড, ডালাসে পুলিশের ওপর গুলিবর্ষণ এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার কথা বিশেষভাবে তুলে ধরেছেন। আর কবিতার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত কয়েক মাসের বেশকিছু ঘটনা আমাদের মনকে বিমর্ষ করে ফেলেছে। অ্যাল্টন স্টার্লিং ও ফিলান্ডো ক্যাস্টিল থেকে শুরু করে অরল্যান্ডো ও ডালাসে হত্যাকাণ্ড, বাংলাদেশ, ইস্তাম্বুল, বাগদাদ ও সোমালিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা বেদনাদায়ক।’

৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘প্রতিদিনই বিশ্বব্যাপী সহিংসতা চলছে। কোনো কোনো ঘটনার কথা হয়তো আমরা জানিই না। অনর্থক মানুষ হত্যা ও ঘৃণার এমন নজির বাকরুদ্ধ করে দেয় আমাদের। এর কারণ খুঁজে না পেয়ে লিখতে শুরু করলাম। সাধারণত আমার লেখা প্রকাশ্যে আনি না। কিন্তু এখনকার পরিস্থিতিতে শান্তির জন্য লেখাগুলো শেয়ার করার ইচ্ছা হলো।’

কেট হাডসনের কবিতার কয়েকটি লাইন এমন—

হোয়েন দ্য সিলভার ড্রপস হু উইনস

শট ইন দ্য ডার্ক

হোয়াই, উই কান্ট লেট ফিয়ার রুল

ফর দেন উই আর ঠু রেসপনসিবল ফর অ্যা ওয়ার্ল্ড সো ক্রুয়েল

ফিয়ার ইজ হু টেকস দ্য শট ইন দ্য ডার্ক

অ্যান্ড উই মাস্ট স্টপ সিটিং ব্যাক অ্যান্ড ওয়াচিং দিজ সিলভার ড্রপ...

পরবর্তীতে একটি ইন্টারভিউতে হাডসন বলেন, ‘মানুষ হিসেবে এ বর্বরতা মেনে নিতে আমার কষ্ট হয়। মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে থাকার অধিকার তাদের রয়েছে। তাহলে কেন এই অশান্তি!’

সাম্প্রতিক ট্র্যাজেডিগুলো নিয়ে তারকারা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। কেট হাডসনের আগে এ নিয়ে কথা বলেছেন গায়িকা জেনিফার লোপেজ, বিয়ন্সে, র‌্যাপার জে-জি, লিন ম্যানুয়েল-মিরান্ডা, মাইকেল বি জর্ডান প্রমুখ।

সর্বশেষ খবর