মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা
নিয়ম না মানায় ক্ষোভ

মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র জগতে এখন নিয়মের বালাই নেই। নকল ছবির সেন্সর ছাড়, যৌথ প্রযোজনায় এদেশের চলচ্চিত্রের স্বার্থ বিসর্জন, এফডিসির উন্নয়নে বিলম্ব এবং কলকাতার সঙ্গে চলচ্চিত্র আদান প্রদানে অনিয়ম। এসব কারণে ক্ষুব্ধ এখন চলচ্চিত্র পরিবার। আর এই ক্ষোভের কথা জানাতে গতকাল এফডিসিতে সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র পরিবার। এতে জানানো হয় নিয়ম লঙ্ঘন করে ২২ জুলাই কলকাতার ছবি এখানে মুক্তির প্রতিবাদে বুধবার মানববন্ধন করবে চলচ্চিত্র পরিবার। বেলা ১১টায় সোনারগাঁও হোটেলের সামনের রাস্তায় এই মানববন্ধন করা হবে। চলচ্চিত্র পরিচালক সমিতির ডাকে সংবাদ সম্মেলনে অংশ নেয় সব চলচ্চিত্র সংগঠন। সংবাদ সম্মেলনে বলা হয়, সাফটা চুক্তি অনুযায়ী কলকাতার সঙ্গে চলচ্চিত্র আদান প্রদান কমিটির নীতিমালায় বলা আছে আগে আমাদের দেশের ছবি কলকাতায় যাবে এবং প্রদর্শনের পর সেখানকার সেন্সর বোর্ড ও সিনেমা হলের রিপোর্ট পাওয়া সাপেক্ষে এখানে মুক্তি পাবে কলকাতার ছবি। এই নিয়ম না মেনেই ২২ জুলাই এখানে মুক্তি দেওয়া হচ্ছে কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’। এই ছবির বিপরীতে ঢাকার ‘রাজা ৪২০’ ছবিটি অনেক আগে পাঠানো হলেও তা এখনো সেখানে সেন্সর বা প্রদর্শন হয়নি। মানে নিয়ম লঙ্ঘিত হয়েছে। তাছাড়া স্থানীয় আমদানিকারকের পরিবর্তে ছবিটি এখানে আমদানি করছে কলকাতার এক চলচ্চিত্র ব্যবসায়ী। তিনি কাকরাইলে অফিসও খুলেছেন। এতে এদেশের চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আগেও কলকাতায় প্রেরিত ঢাকার ছবি প্রদর্শন হয়নি। অথচ কলকাতার ছবি এ দেশে প্রদর্শন হয়েছে। মানববন্ধন শেষে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর