Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৭ আগস্ট, ২০১৬ ২১:৪৯

বড় পর্দায় তৌকীরের ‘অজ্ঞাতনামা’

শোবিজ প্রতিবেদক

বড় পর্দায় তৌকীরের ‘অজ্ঞাতনামা’

আবার বড় পর্দায় আসছেন নির্মাতা তৌকীর আহমেদ। এবার নিজের চতুর্থ নির্মাণ ‘অজ্ঞাতনামা’ নিয়ে আসছেন তিনি। ১৯ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত এই ছবিটি ইতিমধ্যে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় অংশ নিয়ে আলোচনায় এসেছে। এ ছাড়া ইতালির গাল্ফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।  মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া বাংলদেশের বৃহৎ জনগোষ্ঠীর নানা প্রতিকূলতার গল্পে নির্মিত হয়েছে ছবিটি। ‘অজ্ঞাতনামা’ ছবিটির মুক্তির প্রাক্কালে মঙ্গলবার এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় স্টার সিনেপ্লেক্সে। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ছবিটি দেখার পর সবাই বলবে ইমপ্রেস আরেকটি সুন্দর ছবি উপহার দিয়েছে দর্শকদের। নির্মাতা তৌকীর বলেন, আমার বিশ্বাস দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে পারছি। ‘অজ্ঞাতনামা’ ছবির অভিনয় শিল্পীরা হলেন মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, মোমেনা চৌধুরী, শিশু শিল্পী আপন ও সায়েম।


আপনার মন্তব্য