বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শুটিংয়ে প্রস্তুত ফিল্ম সিটি

শোবিজ প্রতিবেদক

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম সিটি এখন শুটিংয়ের জন্য প্রস্তুত। দীর্ঘ ৩৪ বছর পরিত্যক্ত থাকার পর সরকার গত মার্চে ফিল্ম সিটির উন্নয়নে ১৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রকল্পের পুরো কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে ১ কোটি টাকা খরচ করে এখানে নির্মাণ হয়েছে তিনটি ভিআইপি এসি রুম, ড্রইং, ডাইনিং রুমসহ শুটিংয়ের লোকজনের থাকার জন্য আরও ১৬টি রুম, মেকআপ রুম ইত্যাদি। ফিল্ম সিটির প্রকল্প পরিচালক মোহাম্মদ আজম জানান, এই সিটির নতুন নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’। ডিসেম্বরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করছি। তবে এখন চাইলেই নির্মাতারা এখানে ছবির শুটিং করতে পারবেন। ১০৫ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’। এটিকে বিশ্বমানের ফিল্ম সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

সর্বশেষ খবর