শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংস্কৃতি সপ্তাহ

সংস্কৃতি সপ্তাহ

‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য

আজ ‘রাজার চিঠি’র উদ্বোধনী মঞ্চায়ন

আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনার নাটক ‘রাজার চিঠি’ ও উদ্বোধনী প্রদর্শনী।

মাহফুজা হিলালী রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন দেবাশীষ ঘোষ।

উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

নাটকটির উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার।

এতে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত

সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

 

আলিয়ঁস ফ্রঁসেজে ‘রুটেড ইন সয়েল’

আজ শুক্রবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হবে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের ‘রুটেড ইন সয়েল’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী।

বিকালে এই প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এতে আরও উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে জাদুঘর

কাল শনিবার কথামালা ও আবৃত্তিতে সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করবে জাতীয় জাদুঘর।

বেলা ১১টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

কবির বর্ণাঢ্য জীবন নিয়ে বক্তৃতা করবেন কবি মাহমুদ আল জামান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ এবং মাহীদুল ইসলাম মাহী।

সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব আকতারী মামতাজ।

 

‘নদ্দিউ নতিম’

নাটকের দল ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’ নাটকের প্রদর্শনীর বর্ষপূর্তি উপলক্ষে নাটক মঞ্চায়ন ও পুনর্মিলনীর আয়োজন করেছে দলটি।

কাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চায়ন হবে ‘নদ্দিউ নতিম’ নাটকের বর্ষপূর্তির বিশেষ প্রদর্শনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর