রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সিয়াটলে পুরস্কৃত হচ্ছেন ফারুকী

শোবিজ প্রতিবেদক

সিয়াটলে পুরস্কৃত হচ্ছেন ফারুকী

দক্ষিণ এশীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে পুরস্কার দিতে যাচ্ছে সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে তিনি পাচ্ছেন তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড। আগামী ২০ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে ফারুকীর ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এর প্রদর্শনী শেষে তিনি হাজির হবেন মঞ্চে। তখনই তার হাতে তুলে দেওয়া হবে তাসভীর এমারল্ড অ্যাওয়ার্ড। ফারুকীর হাস্যরসধর্মী ছবিটির গল্প এক তরুণকে ঘিরে যে তার নিজের ফ্যান্টাসির জগতে ডুবে থাকে। নিজের সমস্যা নিজে সমাধান করে। বাস্তবতা তার সমস্যা। আর ফ্যান্টাসি হলো সমাধান। বাস্তব জীবনের নানা বঞ্চনা মোকাবিলায় নিজের ফ্যান্টাসির জগেক বিকশিত করে সে। এ চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু। ফারুকী বলেন, ‘আমার সব অনুপ্রেরণা, চরিত্র ও গল্প সাধারণত চারপাশ থেকেই ধার করি। এসব চরিত্র, গল্প, দর্শন, ভিজ্যুয়াল মেজাজ সবকিছুই একে অপরের সঙ্গে সম্পৃক্ত।’

সর্বশেষ খবর