সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় থাকছে না ‘দেবদাস’

শোবিজ প্রতিবেদক

১৯৩৫ সালে নিউ থিয়েটার্সের প্রযোজনায় প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় প্রথম সবাক ‘দেবদাস’ চলচ্চিত্র নির্মাণ হয়। তাতে দেবদাস চরিত্রে অভিনয় করেন প্রমথেশ। পার্বতী চরিত্রে যমুনা দেবী। প্রমথেশ বড়ুয়ার দেবদাসের মূল ফিল্ম রয়েছে ঢাকার মহাফেজখানায়। যত্ন করে রাখা তার বাংলা দেবদাসের সেলুলয়েডের মূল কপি। বাংলাদেশের কাছে ভারত দেবদাসের মূল কপিটা পাওয়ার জন্য আবেদন করেছিল। ঐতিহাসিক কারণেই সেটা অমূল্য। বাংলাদেশ মূল কপির একটা সিডি দিয়েছিল ভারতকে। তাতে কাজ হয়নি। রেকর্ড রাখতে হলে তা দিয়ে হবে না। ভারত আসলটা চায়। বাংলাদেশ আসলটাই দিতে রাজি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। এবার নাকি ঢাকা থেকে দেবদাস যাবে দিল্লির মহাফেজখানায়। প্রমথেশ বড়ুয়ার এই দেবদাসটি আশির দশকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। তখন এর মালিকানা নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে অনেক বিতর্ক হয়। শেষ পর্যন্ত এই দেবদাস ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়। এটি তখন বিটিভিতে দেখানো নিয়েও জটিলতা তৈরি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর