Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৮ নভেম্বর, ২০১৬ ২১:৪৪

নওশাবার ‘রঙ্গিলার রঙ্গশালা’

শোবিজ প্রতিবেদক

নওশাবার ‘রঙ্গিলার রঙ্গশালা’

নিউজ টোয়েন্টিফোরের অনুষ্ঠানমালায় যোগ হলো নতুন একটি আয়োজন। নাম ‘রঙ্গিলার রঙ্গশালা’। অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া রহমান। পৃথিবীর রঙ্গশালার নানা রঙ্গ ও বিনোদন দুনিয়ার নানা গুঞ্জন আর চমকপ্রদ সব ঘটনা নিয়ে তৈরি রঙ্গিলার রঙ্গশালা। নওশাবার উপস্থাপনা ও নাহিদ জিহানের প্রযোজনায় রঙ্গিলার রঙ্গশালা অনুষ্ঠানটি প্রচার হবে আগামী বুধবার। বিশ্বের সব অদ্ভুতুড়ে মজার কাণ্ডকীর্তি ও ঘটনা থাকবে এ আয়োজনে। এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই অনুষ্ঠানের প্রথম পর্বটি করেই আমার ভালো লেগেছে। অনেক মজার কিছু বিষয় আছে এই অনুষ্ঠানে। এ ছাড়া আমি সব ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করি না। আর এই অনুষ্ঠানটি করতে আমার ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।


আপনার মন্তব্য