মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই নাট্যজন স্মরণে নাট্য প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্য  প্রদর্শনীর। শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।   একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। আজ প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের পরিবেশনায় ‘মুনতাসির ফ্যান্টাসি’, আগামীকাল  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের  মুনীর চৌধুরীর নাটক ‘মিলিটারি’ এবং ১৭ নভেম্বর আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের ‘বংশধর’ নাটকটি মঞ্চস্থ হবে।

সর্বশেষ খবর