গত বছরের মাঝামাঝি এসে চলচ্চিত্র আশা জাগিয়েছিল। শেষ দিকটা আবার চরম হতাশায় নিমজ্জিত হয়। প্রমাণ হয়েছে ছবি চলে গল্প ও মেকিং-এর কারণে। শাকিব খানের ১০ বছরের রেকর্ড ব্রেক করা হিট ছবি যেমন ছিল, একই সঙ্গে সুপার ফ্লপ ছবিও আছে। আবার নাটকের নায়ক চঞ্চলের সুপারহিট ছবিও আছে। বর্তমানে শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র নির্মাতা আবদুল আজিজের বিশ্লেষণে…