শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আব্বাস কিয়ারোস্তমির ঢাকায় পাঁচ ছবি

শোবিজ ডেস্ক

আব্বাস কিয়ারোস্তমির ঢাকায় পাঁচ ছবি

আব্বাস কিয়ারোস্তমি। স্বর্ণপামজয়ী ইরানি পরিচালক। বিশ্ব চলচ্চিত্রে যার পরিচিতি এবং প্রভাব অসামান্য। বাংলাদেশেও আব্বাসের জনপ্রিয়তা বেশ। সম্ভবত সেই চাহিদা মেটাতেই সদ্য প্রয়াত এই কিংবদন্তি পরিচালকের পাঁচটি ছবি প্রদর্শিত হতে যাচ্ছে। গতকাল শুরু হয়েছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—স্লোগানে এবারের আয়োজনে বাংলাদেশ-ইরানসহ বিশ্বের ৬৭টি দেশের মোট ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এতে আব্বাস কিয়ারোস্তমির ৫টি ছবির মধ্যে রয়েছে ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’, ‘ক্লোজআপ’, ‘দ্য সার্টিফাইড কপি’, ‘টেস্ট অব চেরি’ ও ‘লাইক সামওয়ান ইন লাভ’। আর পাঁচটি ছবিই দেখানো হবে আজ থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। জানা যায়, উৎসবে এশিয়ান কমপিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম এবং উইমেন্স ফিল্মমেকারস সেকশনে বিশ্বের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেস, আমেরিকান কালচার সেন্টার এবং স্টার সিনেপ্লেক্স চলচ্চিত্রগুলো ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।

সর্বশেষ খবর