বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘লা লা ল্যান্ড’ এর জয়যাত্রা

শোবিজ ডেস্ক

‘লা লা ল্যান্ড’ এর জয়যাত্রা

একাডেমি অ্যাওয়ার্ড অস্কার পুরস্কারে রেকর্ডসংখ্যক বিভাগে মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোবজয়ী চলচ্চিত্র ‘লা লা ল্যান্ড’। এই চলচ্চিত্রটি ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় সবচেয়ে বেশিবার এই লা লা ল্যান্ড ছবিটির নাম উঠে এসেছে। এ ছবি ১৩ বিভাগে ১৪টি মনোনয়ন পেয়েছে। এর আগে অস্কারের ইতিহাসে মাত্র দুটি ছবি ১৪টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। ছবি দুটি ছিল টাইটানিক ও অল অ্যাবাউট ইভ। সবচেয়ে বেশি অস্কার মনোনয়ন পাওয়া তৃতীয় ছবি এটি। লা লা ল্যান্ডের পাশাপাশি মুনলাইট, ম্যানচেস্টার বাই দ্য সি, অ্যারাইভালের মতো ছবিগুলো মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে। উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী মিয়া এবং নিবেদিতপ্রাণ জ্যাজ সংগীতশিল্পী সেবাস্টিয়ানের প্রেমের গল্প লা লা ল্যান্ড। তারা এমন এক শহরে নিজের স্বপ্ন পূরণের আশায় মশগুল, যে শহরটি হৃদয় ভেঙে দেওয়ার জন্য সুপরিচিত। এমা স্টোন আর রায়ান গসলিং অভিনীত এবং ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত এই মিউজিকেল চলচ্চিত্র এবার ঝুলিতে পুরেছে সাতটি গোল্ডেন গ্লোব। সাতটি বিভাগেই মনোনয়ন পেয়েছিল ছবিটি। প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘লা লা ল্যান্ড’ ছাড়া আরও যেসব চলচ্চিত্র একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে সেগুলো হলো— অ্যারাইভাল, মিডনাইট, হ্যাকশ রিজ, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি, ফেন্সেস এবং হেল ওর হাই ওয়াটার। এবারের অনুষ্ঠান আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর