বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জীবনী লিখলেন এটিএম শামসুজ্জামান

শোবিজ প্রতিবেদক

জীবনী লিখলেন এটিএম শামসুজ্জামান

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামানের লেখালেখির অভ্যাস পুরনো। গল্প, কবিতা লেখার পাশাপাশি চলচ্চিত্রের বহু কাহিনীও রচিত হয়েছে তার হাতে। কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এবার নিজের দেশের শিল্প, সংস্কৃতি এবং নিজের জীবন কাহিনী লিখলেন এটিএম শামসুজ্জামান। শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিতব্য এই বইয়ের নাম দিয়েছেন তিনি ‘শিল্প সংস্কৃতি ও আমার শিল্পী জীবন’। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি নিয়ে লেখার পাশাপাশি বইটিতে উঠে এসেছে তার শিল্পী জীবনের কথা। তবে এটিএম শামসুজ্জামান জানান, বইটির আকার বিশদ নয়; আবার খুব সংক্ষিপ্তও নয়। তবে বইটি যারা পড়বেন খুব অল্প কথায় বাংলাদেশের শিল্প-সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শিল্পীর জীবন সম্পর্কেও একটি ধারণা পাবেন। এটিএম শামসুজ্জামান বলেন, ‘শিল্পকলা একাডেমির আগ্রহেই বইটি লেখা। বাংলাদেশের শিল্প-সংস্কৃতি নিয়ে লেখার পাশাপাশি একটি শিক্ষিত পরিবারে জন্ম নিয়েও কীভাবে আমাকে পরিবার থেকে ঘর থেকে বের হতে হয়েছে, কীভাবে আমাকে শিল্পীতে পরিণত হতে হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি।’ শিগগিরই বইটি প্রকাশ হবে।

সর্বশেষ খবর