শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চলে গেলেন কুটি মনসুর

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন কুটি মনসুর

প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী কুটি মনসুর আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা গানের এই অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

১৯২৬ সালে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন সত্তর ও আশির দশকে বাংলাদেশের আধুনিক বাংলা গানের পরিচিত নাম কুটি মনসুর। তিনি ‘আমি কি তোর আপন ছিলাম নারে জরিনা’, ‘আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম, ভবে কিছুই বুঝলাম না’, ‘কে বলে মানুষ মরে’, আমার তালাশ নিক বা না নিক সই আমি তারে তালাশ করি’সহ অসংখ্য কালজয়ী গান রচনা করেছেন। কুটি মনসুর তার দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে পল্লীগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালী, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদুনাত, ইসলামী বিষয়ে প্রায় ৮ হাজার গান লিখেছেন বলে জানা যায়।    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর