Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৩১ জানুয়ারি, ২০১৭ ২৩:৩৫

প্রথমবার দ্বৈত চরিত্রে

শোবিজ প্রতিবেদক

প্রথমবার দ্বৈত চরিত্রে

কখনো রোমান্টিক কখনো বা অ্যাকশন চরিত্রে দর্শক দেখেছেন পরীমণিকে। এবার দেখবেন দ্বৈত চরিত্রে। শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটেছিল পরীর। এই নির্মাতাই এবার এ নায়িকাকে চ্যালেঞ্জিং দ্বৈত চরিত্রে হাজির করবেন। নির্মাতা বলেন, ছবির শিরোনাম ‘প্রেমের মরা’। এতে পরীর বিপরীতে থাকবেন বাপ্পী ও সায়মন। এপ্রিলে ছবির শুটিং শুরু হবে। ছবির গল্প গড়াবে পরীকে ঘিরেই। সিনেমায় পরীকে মোল্লাবাড়ির মেয়ে ও একজন মাদ্রাসার ছাত্রী হিসেবে দেখা যাবে। ডিজে সোহেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বাপ্পী তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে বাপ্পীকে খুন করার জন্য সায়মনকে ভাড়া করে। সায়মন পরীকে দেখে হতচকিত হয়। কারণ পরী হলো তার আত্মহত্যা করা প্রেমিকা। শুরু হয় চরম দ্বন্দ্ব। ছবির গল্প লিখেছেন শাহ আলম মণ্ডল, আলী আকবর চাচা ও দেলোয়ার হোসেন দিল। আতিকুল ইসলাম প্রযোজিত নোমান কথাচিত্রের এই ছবিতে আরও অভিনয় করবেন সুচরিতা, আলীরাজ, সাদেক বাচ্চুসহ অনেকে।


আপনার মন্তব্য